Sunny Deol: ‘সানি দেওলের IQ আইনস্টাইনের চেয়েও বেশি’! বেঁফাস মন্তব্য করে সমালোচনার মুখে অভিনেতা

Last Updated:

‘গদর-২’-এর সাফল্যের পাশাপাশি জীবনের নানা দিক নিয়ে কথা বলেন তিনি৷ সেই প্রসঙ্গেই নিজের আইকিউয়ের কথা বলে বিতর্কে জড়ালেন অভিনেতা৷

‘সানি দেওলের IQ আইনস্টাইনের চেয়েও বেশি!’ বেঁফাস মন্তব্য করে সমালোচনার মুখে অভিনেতা
‘সানি দেওলের IQ আইনস্টাইনের চেয়েও বেশি!’ বেঁফাস মন্তব্য করে সমালোচনার মুখে অভিনেতা
একের পর এক রেকর্ড ভাঙছে ‘গদর-২’৷ ফের একবার বড় পর্দায় গর্জে উঠেছেন সানি দেওল৷ ‘গদর-২’ ছবির সাকসেস পার্টিতেও ছিল তারকা সমাগম৷ বহু বছর পর ফিরে পর্দায় ফিরে রীতিমতো ঝড় তুলেছেন ধর্মেন্দ্র-পুত্র৷ সম্প্রতি একটি পডকাস্ট শো-তে এসেছিলেন সানি৷ ‘গদর-২’-এর সাফল্যের পাশাপাশি জীবনের নানা দিক নিয়ে কথা বলেন তিনি৷ সেই প্রসঙ্গেই নিজের আইকিউয়ের কথা বলে বিতর্কে জড়ালেন অভিনেতা৷
‘দ্য রণবীর শো’ নামের ওই পডকাস্টে নিজের ছোটবেলার কথা বলছিলেন অভিনেতা৷ তিনি জানান, ছোটবেলায় ডিসলেক্সিয়ার মতো সমস্যায় ভুগেছেন তিনি৷ ডিসলেক্সিয়া হল নার্ভের একটি সমস্যা৷ এই সমস্যা থাকলে শিশুদের পড়তে, লিখতে, বানান করতে সমস্যা হয়৷ শিশুদের লেখাপড়ার ক্ষেত্রে এই সমস্যাই হল ডিসলেক্সিয়া৷ সানি জানান ছোটবেলায় ঠিকঠাক লেখাপড়া করতে পারতেন না তিনি, তাই বেশ বকাঝকাও খেতে হত৷
advertisement
advertisement
এরপর সঞ্চালক যখন তাঁকে জিজ্ঞেস করেন যে এইসময়টা তাঁর জন্য ঠিক কতটা কঠিন ছিল, সানি বেশ দৃঢ় প্রত্যয়ের সঙ্গে জানান তাঁর IQ অর্থাৎ ইন্টেলিজেন্ট কোশেন্ট অত্যন্ত বেশি ছিল৷ তিনি বলেন, ‘‘আমার আইকিউ অনেক বেশি ছিল৷ কারণ স্কুলে যখন ওঁরা আমার পরীক্ষা নিয়েছিলেন তখন আমার আইকিউ প্রায় ১৬০-এর বেশি ছিল৷’’ সানির উত্তর শুনে খানিকটা হতবাক হয়ে যান সঞ্চালকও৷
advertisement
এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে অভিনেতা৷ কারণ সানির মন্তব্য অনুযায়ী তাঁর IQ বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের চেয়েও বেশি। প্রসঙ্গত, আইনস্টাইনের IQ ছিল ১৬০৷ বিজ্ঞানের ভাষায় কোনও ব্যক্তির IQ ১৪০-এর বেশি হলে তাঁকে জিনিয়াস বা অত্যন্ত প্রতিভাবান বলে ধরা হয়৷ সচরাচর বেশিরভাগ মানুষের IQ ১০০-এর মধ্যে বা তার আশপাশে থাকে৷
advertisement
সানি দেওলের IQ বিজ্ঞানী আইনস্টাইনের চেয়েও বেশি বলার পরেই ট্রোলের মুখে পড়েছেন অভিনেতা৷ এক ব্যবহারকারী লিখেছেন, ‘‘আমি আগে থেকেই জানতাম সানি দেওল পাজির IQ ১৬০, নাহলে আপনারাই বলুন যেখানে শত শত লোক আপনার দিকে তরবারি নিয়ে ধেয়ে আসছে সেখান কোনও সাধারণ মানুষ কি যুদ্ধের মাঝখানে নলকূপ তুলে লড়াই করার কথা ভাবতে পারে?’’ অপর এক ব্যক্তির মন্তব্য, ‘‘স্পষ্টতই সানি দেওলের আইকিউ সত্যিই বেশি তাই তিনি বক্স অফিসে আইনস্টাইন এবং ওপেনহাইমার দু’জনকেই পরাজিত করেছেন৷’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sunny Deol: ‘সানি দেওলের IQ আইনস্টাইনের চেয়েও বেশি’! বেঁফাস মন্তব্য করে সমালোচনার মুখে অভিনেতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement