Sunny Deol-Ayushmann Khurrana: ‘গদর ২’ এরপর এবার ‘বর্ডার ২’, সানির সঙ্গে আয়ুষ্মান! প্রথমবার দেখা যাবে এই তারকা-পুত্রকে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
‘বর্ডার ২’ মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। সানি দেওল, সুনীল শেট্টির মতো একাধিক তারকাখচিত এই ছবির নস্টালজিয়া ফিরতে চলেছে আবার।
সফল হয়েছে ‘গদর ২’। বড় পর্দায় আরও একবার দেখা গিয়েছে সানি দেওলের ম্যাজিক। এবার সানি দেওলের আরও একটি অন্যতম সেরা ছবি ‘বর্ডার ২’ মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। সানি দেওল, সুনীল শেট্টির মতো একাধিক তারকাখচিত এই ছবির নস্টালজিয়া ফিরতে চলেছে আবার।
যুদ্ধ নিয়ে তৈরি হওয়া সিনেমা গুলির মধ্যে নি:সন্দেহে অন্যতম সেরা ‘বর্ডার’। ভারতীয় সেনার লড়াই নিয়ে তৈরি এই ছবি উস্কে দেয় নব্বইয়ের দশকের বলিউডের স্মৃতি।
আরও পড়ুন: ‘সিরিয়াল কিসারকে’ চুমু! সকলের সামনেই ইমরান হাশমির সঙ্গে এ কী করলেন সলমন? চক্ষু চড়কগাছ সকলের
advertisement
সানি দেওল, সুনীল শেট্টি-সহ একাধিক তারকাখচিত সিনেমা বর্ডার। সূত্রের খবর অনুযায়ী, ‘বর্ডার ২’ তেও একাধিক বলিতারকাকে দেখা যাবে।
advertisement
সানি দেওলের পাশাপাশি ‘বর্ডার ২’-তে অভিনয় করতে চলেছেন আয়ুষ্মান খুরানা। শোনা যাচ্ছে, সুনীল শেট্টির ছেলে নবাগত অহন শেট্টিকেও নাকি দেখা যাবে এই ছবিতে। শোনা গিয়েছে, সেই ছবির জন্য নাকি ৫০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন তিনি। তাতেও অবশ্য পিছিয়ে আসেননি নির্মাতারা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2023 5:59 PM IST
