'সবই তো ঠিক ছিল, হঠাৎ...', বন্ধু অক্ষয়কে নিয়ে চিন্তায় সুনীল?
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
বলিউডের আদ্যোপান্ত কমেডি ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তিতে অক্ষয়ের পরিবর্তে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। কিন্তু স্বস্তি নেই তাতেও। সবটাই হোক আগের মতো, এমনটাই চাওয়া সিনেপ্রেমীদের।
'হেরা ফেরি' থেকে মুখ ফিরিয়েছেন অক্ষয় কুমার। রাজু-শ্যাম-বাবুরাওয়ের সেই চেনা ত্রয়ী ভাঙতে বসার খবরে মন খারাপ অনুরাগীদের। বলিউডের আদ্যোপান্ত এই কমেডি ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তিতে অক্ষয়ের পরিবর্তে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। কিন্তু স্বস্তি নেই তাতেও। সবটাই হোক আগের মতো, এমনটাই চাওয়া সিনেপ্রেমীদের। ফেসবুক, টুইটারেও তা নিয়ে চর্চা কম নয়।
এ হেন অবস্থায় হাল ধরেছেন সুনীল শেট্টি। বন্ধু অক্ষয়কে রাজি করানোর চেষ্টা করবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত দিলেন পর্দার শ্যাম। বললেন, "অক্ষয়কে ছাড়া হেরা ফেরি ৩ হতেই পারে না। রাজু, বাবু ভাইয়া আর শ্যাম একসঙ্গে যাত্রা শুরু করেছিল। এই ছবির নাম উঠলেই মানুষ উচ্ছ্বসিত হন। দেখি সব কিছু আবার ঠিক করা যায় কি না।"
advertisement
শোনা গিয়েছিল, ছবির চিত্রনাট্য নিয়ে নিশ্চিত হতে পারছেন না অক্ষয়। অগত্যা ফ্র্যাঞ্চাইজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। পরে যদিও জানা যায়, 'হেরা ফেরি ৩'-র অংশ হতে চড়া দর হাঁকিয়েছেন অভিনেতা। আর তাতেই নাকি ভেস্তে গিয়েছে সবটা। এখনও পর্যন্ত এ বিষয়ে যদিও অভিনেতা এবং নির্মাতাদের মুখে কুলুপ।
advertisement
advertisement
সুনীল যদিও বলেন, "সবটাই ঠিক হয়ে গিয়েছিল। তার পর হঠাৎ একদিন শুনলাম অক্ষয় এই ছবিতে কাজ করছে না।"
সিরিজের প্রচার পর্ব মিটলে প্রযোজক ফিরোজ নাদিওয়াদওয়ালার সঙ্গে বৈঠক করবেন সুনীল। অক্ষয়কে ফিরিয়ে আনা যায় কি না, সেই বিষয়েই মূলত আলোচনা হবে।
advertisement
তবে কি বন্ধুর আবদারে শেষমেশ মত পাল্টাবেন অক্ষয়? এখন সেটাই দেখার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2022 5:30 PM IST