Suniel Shetty on Athiya Shetty and KL Rahul Wedding: আথিয়া, অহনের বিয়ে কবে হবে? জানিয়ে দিলেন বাবা সুনীল শেঠি!

Last Updated:

Suniel Shetty on Athiya Shetty and KL Rahul Wedding: সুনীল শেঠির ছেলে আহান শেঠি (Ahan Shetty) এবং মেয়ে আথিয়া শেঠিকে (Athiya Shetty) নিয়ে শোনা যাচ্ছে বিভিন্ন ধরনের খবর।

#মুম্বই: বলিউডে বিগত কয়েকদিন ধরেই চলছে বিয়ের মরশুম। টেলিভিশন ইন্ডাস্ট্রি এবং সিনেমার বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রী বসেছেন বিয়ের পিঁড়িতে। আগামী দিনেও অনেকে বসতে চলেছে বিয়ের পিঁড়িতে। এর মধ্যে চর্চায় রয়েছে মৌনী রায় (Mouni Roy) এবং সুরজ নাম্বিয়ারের বিয়ে, রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ে, মালাইকা অরোরা (Malaika Arora) এবং অর্জুন কাপুরের (Arjun Kapoor) বিয়ে। বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে এই সেলিব্রিটিদের বিয়ে হতে পারে। এই তালিকায় যোগ হয়েছে আরও বেশ কয়েকটি সেলিব্রিটির নাম। এর মধ্যে সবথেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সুনীল শেঠির (Suniel Shetty) পরিবার। সুনীল শেঠির ছেলে অহন শেঠি (Ahan Shetty) এবং মেয়ে আথিয়া শেঠিকে (Athiya Shetty) নিয়ে শোনা যাচ্ছে বিভিন্ন ধরনের খবর।
সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের (K L Rahul) সঙ্গে রিলেশনশিপে রয়েছেন। তাঁরা দু'জনে বিগত ৩ বছর ধরে ডেট করছেন। সুনীল শেঠির ছেলে অহন শেঠি ফ্যাশন ডিজাইনার তানিয়া শ্রফের (Tania Shroff) সঙ্গে রিলেশিনশিপে রয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেঠি পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন যে ২০২২ সালে তাঁদের হবু জীবনসঙ্গীকে  বিয়ে করতে চলেছে আথিয়া শেঠি এবং অহন শেঠি।
advertisement
আরও পড়ুন : অন্তরঙ্গ দৃশ্য সহজ ছিল না, কিন্তু.... গেহরাইয়াঁ নিয়ে মুখ খুলেছেন দীপিকা!
রিপোর্ট অনুযায়ী, শেঠি পরিবারের সেই ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন যে, আথিয়া শেঠি এবং কে এল রাহুলের বিয়ে হতে চলেছে ২০২২ সালেই। দু'জনেই পেয়ে গিয়েছেন পরিবারের সম্মতি। এছাড়া অহন শেঠি এখন তানিয়া শ্রফের সঙ্গে সিরিয়াস রিলেশিনশিপে রয়েছেন। শেঠি পরিবারের সেই ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন যে, তাঁরাও ২০২২ সালে বিয়ে করতে চলেছেন। এমন খবর প্রকাশিত হওয়ার পর এই বিষয়ে সুনীল শেঠি তাঁর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন : সিদ্ধার্থের শোক ভুলিয়ে যশরাজের ভিডিওতে শেহনাজ গিল ! প্রশংসার ঝড় নেট দুনিয়ায়
সুনীল শেঠি জানিয়েছেন যে, তাঁর সন্তানদের বিয়ের খবরের কোনও সত্যতা নেই। তিনি ট্যুইট করে জানিয়েছেন যে ২০২২ সালে তাঁর ছেলে অহন শেঠির তানিয়াকে এবং মেয়ে আথিয়া শেঠির কে এল রাহুলকে বিয়ে করার খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি একটি প্রতিবেদন দেখেছেন যেখানে এসব কথা বলা হয়েছে। সেই প্রতিবেদন দেখে তিনি বুঝতে পারছেন না যে খুশি হবেন না রাগ করবেন। কোনও খবরের সত্যতা যাচাই না করে এভাবে তা প্রকাশ করা উচিত নয়, এটাও বলতে ছাড়েননি তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Suniel Shetty on Athiya Shetty and KL Rahul Wedding: আথিয়া, অহনের বিয়ে কবে হবে? জানিয়ে দিলেন বাবা সুনীল শেঠি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement