Sudipa Chatterjee: 'নতুন জীবন ফিরে পেলেন অগ্নিদেব'! ধন্যবাদ জানালেন 'রান্নাঘর' খ্যাত সুদীপা, কাকে জানেন?

Last Updated:

Sudipa Chatterjee: ড. মনোজ কুমার ডাগা৷ যিনি ভারতের সেরা কার্ডিওলজিস্ট৷ আমার স্বামী অগ্নিদেবকে দ্বিতীয় জীবন দিয়েছেন৷ তাকে ধন্যবাদ জানানো হলে হয়তো কম বলা হবে৷ ইনস্টাগ্রামে ঠিক এই পোস্ট করেই কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী৷

 'নতুন জীবন ফিরে পেলেন অগ্নিদেব'!
'নতুন জীবন ফিরে পেলেন অগ্নিদেব'!
কলকাতা: সময়টা মোটেই ভাল যাচ্ছেন সুদীপা চট্টোপাধ্যায়ের৷ এক তো দুর্গাপুজোর অষ্টমীর রাতেই প্রিয় সদস্যকে হারিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায় ও পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়৷ তার উপর পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন৷ তার মধ্যে প্রিয় পোষ্য চলে যাওয়ায় প্রচন্ড ভেঙে পড়েছিলেন তিনি৷ অগ্নিদেবের সঙ্গে ওর ঘনিষ্ঠতাও বেশি ছিল৷ যার ফলে অনেকটা বেশি শোকে কাতর ছিলেন পরিচালক৷
বাইপাস সার্জারি হয়েছে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ৷ এখন কেমন আছেন তিনি তা জানতে সকলে মুখিয়ে রয়েছেন৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সুদীপা৷ যেখানে লেখা রয়েছে- ভগবান সবসময় সব জায়গায় আমাদের সাহায্য করতে পারেন না৷ সেই জন্যই ভগবান চিকিৎসকদের তৈরি করেছেন৷ জীবনে চলার পথে এরকম অনেক ডাক্তারদের সঙ্গেই সাক্ষাৎ হয়েছে৷ তবে সকলের মধ্যে অন্যতম হলেন ড. মনোজ কুমার ডাগা৷ যিনি ভারতের সেরা কার্ডিওলজিস্ট৷ আমার স্বামী অগ্নিদেবকে দ্বিতীয় জীবন দিয়েছেন৷ তাকে ধন্যবাদ জানানো হলে হয়তো কম বলা হবে৷ ইনস্টাগ্রামে ঠিক এই পোস্ট করেই কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী৷
advertisement
advertisement
advertisement
সম্প্রতি কার্ডিওলজিস্ট ড. মনোজ কুমার ডাগার সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন সুদীপা৷ বর্তমানে খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সুদীপাকে৷ বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছিল অগ্নিদেব চট্টোপাধ্যায়কে৷
advertisement
স্বামীর দ্রুত আরোগ্য কামনার জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছিলেন অভিনেত্রী৷ সকলের প্রার্থনায় ও চিকিৎসকের জন্যই সুস্থ হয়ে উঠেছেন সুদীপার স্বামী৷ কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই আচমকা অসুস্থ হয়ে হয়ে পড়েছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন সুদীপার স্বামী ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee: 'নতুন জীবন ফিরে পেলেন অগ্নিদেব'! ধন্যবাদ জানালেন 'রান্নাঘর' খ্যাত সুদীপা, কাকে জানেন?
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement