Sudipa Chatterjee: 'আর কটা জন্মদিনে তোমায় পাব জানি না মা', হঠাৎ কেন 'এই' পোস্ট সুদীপার? চিন্তায় ভক্তরা

Last Updated:

Sudipa Chatterjee: নিজের সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সুদীপা চট্টোপাধ্যায়৷ আজ তাঁর মায়ের জন্মদিন৷ মা-কে নিয়ে প্রচন্ড দুশ্চিন্তায় রয়েছেন সুদীপা৷ সম্প্রতি অভিনেত্রীর পোস্টেই তা ধরা পড়ল৷

কলকাতা: সময়টা মোটেই ভাল যাচ্ছেন সুদীপা চট্টোপাধ্যায়ের৷ এক তো পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন৷ তার উপর দুর্গাপুজোর অষ্টমীর রাতেই প্রিয় সদস্যকে হারিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায় ও পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়৷ এছাড়াও মায়ের শরীরও খুব খারাপ সুদীপার৷ মা-কে নিয়ে প্রচন্ড দুশ্চিন্তায় রয়েছেন সুদীপা৷ সম্প্রতি অভিনেত্রীর পোস্টেই তা ধরা পড়ল৷
নিজের সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সুদীপা চট্টোপাধ্যায়৷ আজ তাঁর মায়ের জন্মদিন৷ এদিন মায়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুদীপা ক্যাপশনে লেখেন, বার্থ ডে লেডির সঙ্গে৷ আর কটা জন্মদিন আমরা একসঙ্গে পালন করতে পারব ৷ আমি সত্যিই জানি না ৷ তবে আমি তোমাকে একটা কথাই বলি, মা হলেন একমাত্র যে তোমাকে কোনও পরিস্থিতিতেই বিচার করে না৷ অভিনেত্রীর এই পোস্ট ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
advertisement
কিছুদিন আগেই বাইপাস সার্জারি হয়েছে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ৷ সম্প্রতি কার্ডিওলজিস্ট ড. মনোজ কুমার ডাগার সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন সুদীপা৷ বর্তমানে খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সুদীপাকে৷ বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছিল অগ্নিদেব চট্টোপাধ্যায়কে৷ স্বামীর দ্রুত আরোগ্য কামনার জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছিলেন অভিনেত্রী৷
advertisement
সকলের প্রার্থনায় ও চিকিৎসকের জন্যই সুস্থ হয়ে উঠেছেন সুদীপার স্বামী৷ কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই আচমকা অসুস্থ হয়ে হয়ে পড়েছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন সুদীপার স্বামী ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee: 'আর কটা জন্মদিনে তোমায় পাব জানি না মা', হঠাৎ কেন 'এই' পোস্ট সুদীপার? চিন্তায় ভক্তরা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement