Sudha Chandran: বিমানবন্দরে সবসময়ে কৃত্রিম পা খুলতে বলা হয় তাঁকে ! প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন সুধা চন্দ্রন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Sudha Chandran says airport officials ask her ‘to remove artificial limb: সুধা চন্দ্রনের মতে প্রবীন নাগরিকদের জন্য যেমন আলাদা বিশেষ কার্ডের ব্যবস্থা থাকে, তাহলে সেটা কৃত্রিম অঙ্গ ব্যবহারকারীদের ক্ষেত্রেও থাকাটা প্রয়োজনীয় ৷
মুম্বই: বিমানযাত্রা করা তাঁর কাছে বড়ই কঠিন ৷ আর তার কারণ বিমানবন্দরের কিছু নিয়ম এবং কর্মীরা ৷ হ্যাঁ, বিখ্যাত নৃত্যশিল্পী এবং অভিনেত্রী সুধা চন্দ্রন (Sudha Chandran) সম্প্রতি এই অভিযোগই একটি ভিডিও বার্তার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ৷ নিজের পোস্টে ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ৷ সরাসরি প্রধানমন্ত্রীর কাছেই অভিযোগ জানিয়েছেন তিনি ৷ জানতে চেয়েছেন, এই নিয়ম কি অত্যন্ত জরুরী ?
সুধা চন্দ্রনের মতে প্রবীন নাগরিকদের জন্য যেমন আলাদা বিশেষ কার্ডের ব্যবস্থা থাকে, তাহলে সেটা কৃত্রিম অঙ্গ ব্যবহারকারীদের ক্ষেত্রেও থাকাটা প্রয়োজনীয় ৷
advertisement
advertisement
দুর্ঘটনায় পা হারানোর পর কৃত্রিম পা নিয়েই নাচ চালিয়ে গিয়েছেন বিখ্যাত ভারতনাট্যম শিল্পী সুধা ৷ টিভির পর্দাতেও তিনি অত্যন্ত পরিচিত মুখ ৷ কিন্তু জনপ্রিয় এই নৃত্যশিল্পীকেই বিমানে সফর করার সময় প্রতিবার হেনস্থার শিকার হতে হয় ৷
advertisement
সুধা চন্দ্রন জানান, যখনই তিনি বিমানবন্দরে যান, তখন প্রতিবারই তাঁকে সিক্যুরিটি চেকিংয়ের সময় কৃত্রিম পা খুলতে বলা হয় ৷ যা অত্যন্ত সময়সাপেক্ষ এবং ঝুঁকির কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তাঁর আর্জি, এই নিয়ম যাতে শিথিল করা হয় ৷ এবং আগামী দিনে এরকম অবস্থার মুখে যেন তাঁকে আর পড়তে না হয় কোনও বিমানবন্দরে ৷
Location :
First Published :
October 22, 2021 5:12 PM IST