Home /News /entertainment /
রাজের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করলেন শুভশ্রী

রাজের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করলেন শুভশ্রী

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় চক্রবর্তী ৷ ছবি: শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পেজের সৌজন্যে ৷

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় চক্রবর্তী ৷ ছবি: শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পেজের সৌজন্যে ৷

 • Share this:

  #কলকাতা: রাজ আর শুভশ্রীর সম্পর্ক নিয়ে তো কয়েকবছর ধরে টলিউডের অন্দরে জোর গুঞ্জন চলছিল ৷ এই দুই সেলেব কাপলের মাঝে নাম জড়িয়েছিল মিমিরও ৷ তাঁদের সম্পর্ক নিয়ে কাটা-ছেঁড়া তো কম হয়নি! তবে কথায় আছে, যার শেষ ভাল, তার সব ভাল ৷ বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই সেলেব তারকা ৷

  এই দুই টলি তারকার রাজকীয় বিয়েতে সাক্ষী থেকেছে গোটা টলি পাড়া ৷ এরপর দক্ষিণ কলকাতার আরবানায় তাবড় টেলি তারকাদের উপস্থিতিতে এলাহি রিসেপশনের কথাও নতুন করে বলার কিছু নেই ৷ বিয়ের আটদিন পর শুভশ্রীর বাপেরবাড়িতে ‘অষ্টমঙ্গলা’র আনন্দ আয়োজনও কিছু কম ছিল না ৷

  বিয়ের পর্ব মিটলেও, রাজ-শুভশ্রীর জীবন নিয়ে কৌতুহল কিন্তু মেটেনি তাঁদের ভক্তদের ৷ এই তো সম্প্রতি ইন্ডিগো বিমানে চেপে সফর করার সময় একটি ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন পরিচালক ৷ ব্যস! শুরু হয়ে যায় জোর গুঞ্জন ৷ তবে কি মধুচন্দ্রিমায় যাচ্ছেন এই তারকা ৷ এই প্রশ্নে ভরে ওঠে নেটদুনিয়া ৷ এবার স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে একটি বিশেষ মুহূর্তের ছবি ফেসবুক পেজে শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই ৷ আর সেই ছবির নীচে রয়েছে ছোট্ট ক্যাপশন ৷ শুভশ্রী লিখেছেন,‘লাভ’৷ ‘লাভ’ বা ‘ভালবাসা’-এই ছোট্ট শব্দই একটি সম্পর্কের গভীরতা ঠিক কতোটা তা বোঝানোর জন্যই যথেষ্ট ৷

  First published:

  Tags: Raj Chakraborty, Raj subhashree, Raj Subhasree, Subhashree Ganguly, Subhasree Ganguly, রাজ চক্রবর্তী, রাজ-শুভশ্রী, শুভশ্রী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়