রাজের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করলেন শুভশ্রী

Last Updated:
#কলকাতা: রাজ আর শুভশ্রীর সম্পর্ক নিয়ে তো কয়েকবছর ধরে টলিউডের অন্দরে জোর গুঞ্জন চলছিল ৷ এই দুই সেলেব কাপলের মাঝে নাম জড়িয়েছিল মিমিরও ৷ তাঁদের সম্পর্ক নিয়ে কাটা-ছেঁড়া তো কম হয়নি! তবে কথায় আছে, যার শেষ ভাল, তার সব ভাল ৷ বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই সেলেব তারকা ৷
এই দুই টলি তারকার রাজকীয় বিয়েতে সাক্ষী থেকেছে গোটা টলি পাড়া ৷ এরপর দক্ষিণ কলকাতার আরবানায় তাবড় টেলি তারকাদের উপস্থিতিতে এলাহি রিসেপশনের কথাও নতুন করে বলার কিছু নেই ৷ বিয়ের আটদিন পর শুভশ্রীর বাপেরবাড়িতে ‘অষ্টমঙ্গলা’র আনন্দ আয়োজনও কিছু কম ছিল না ৷
advertisement
বিয়ের পর্ব মিটলেও, রাজ-শুভশ্রীর জীবন নিয়ে কৌতুহল কিন্তু মেটেনি তাঁদের ভক্তদের ৷ এই তো সম্প্রতি ইন্ডিগো বিমানে চেপে সফর করার সময় একটি ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন পরিচালক ৷ ব্যস! শুরু হয়ে যায় জোর গুঞ্জন ৷ তবে কি মধুচন্দ্রিমায় যাচ্ছেন এই তারকা ৷ এই প্রশ্নে ভরে ওঠে নেটদুনিয়া ৷ এবার স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে একটি বিশেষ মুহূর্তের ছবি ফেসবুক পেজে শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই ৷ আর সেই ছবির নীচে রয়েছে ছোট্ট ক্যাপশন ৷ শুভশ্রী লিখেছেন,‘লাভ’৷ ‘লাভ’ বা ‘ভালবাসা’-এই ছোট্ট শব্দই একটি সম্পর্কের গভীরতা ঠিক কতোটা তা বোঝানোর জন্যই যথেষ্ট ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাজের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করলেন শুভশ্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement