ছেলেকে কোলে নিয়ে ‘মা’ শুভশ্রী, ছবি পোস্ট করলেন নায়িকা নিজেই
Last Updated:
#কলকাতা: গত ১১ মে সম্পন্ন হয়েছে রূপকথার বিয়ে। পরিচালক রাজ চক্রবর্তী ও রুপোলি পর্দার সুন্দরী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের চার হাত এক হওয়াকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিয়ের ঠিক পরেই নানা ব্যস্ততার কারণে মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি নবদম্পতির। বিয়ের পর প্রথম অরুণাচলে গিয়েছিলেন এই সেলেব দম্পতি ৷
আর তখনই চাউর হয়েছিল হয়তো তাঁরা মধুচন্দ্রিমায় গিয়েছেন ৷ তবে জানা যায় ছবির রেইকি এবং শ্যুটিংয়ের জন্য তাঁরা অরুণাচলে গিয়েছিলেন ৷ তবে কিছুদিন আগে নিউইয়র্কে হানিমুন কাটিয়ে ফিরলেন টলিউডের মোস্ট কুল কাপল রাজ-শুভশ্রী ৷ বঙ্গ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন তাঁরা। তার পর সেখান থেকে বেরিয়ে মধুচন্দ্রিমার উদ্দেশে।
advertisement
advertisement
নিউ ইয়র্কে কোয়ালিটি টাইম কাটানোর বেশ কিছু বিশেষ মুহূর্তের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী এবং রাজ ৷ এ বার সন্তানের সঙ্গে ছবি দিলেন নায়িকা ৷ তাঁর পোষ্য জিলাটোর সঙ্গে খুনসুটি করার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুভশ্রী ৷ যদিও জিলাটোকে পোষ্য বলতে এতটুকু রাজি নন শুভশ্রী ৷ বরং তিনি নিজেকে জিলাটোর মা বলতেই বেশি পছন্দ করেন অভিনেত্রী ৷ আর গতকাল ছিল শুভশ্রীর সন্তানের জন্মদিন ৷ বেজায় খুশি ছিলেন নায়িকা ৷ শুভশ্রী যে তাকে কতোটা ভালোবাসেন তা বোধা গিয়েছে তাঁর পোস্ট থেকেই ৷
advertisement
Happy birthday my everything!!! Maa loves you like anything #gelato A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on
advertisement
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 16, 2018 1:24 PM IST