Home /News /entertainment /
ফুল বিছানো পথে শ্বশুরবাড়ি রওনা শুভশ্রীর, দেখুন ভিডিও

ফুল বিছানো পথে শ্বশুরবাড়ি রওনা শুভশ্রীর, দেখুন ভিডিও

শ্বশুরবাড়ির উদ্দেশ্যে শুভশ্রী রওনা দিলেন ৷ ছবি: রাজ চক্রবর্তীর ফেসবুক ৷

শ্বশুরবাড়ির উদ্দেশ্যে শুভশ্রী রওনা দিলেন ৷ ছবি: রাজ চক্রবর্তীর ফেসবুক ৷

 • Share this:

  #বজবজ: বিয়ের পর শ্বশুরবাড়ির পথে রওনা দিলেন বাংলার পয়লা নম্বর অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ মনের মধ্যে এক যেন একটা দোলাচল ৷ বাবার ঘর ছেড়ে যাওয়ার একটা চাপা কষ্ট যেমন আছে ৷ তেমনিই শ্বশুরবাড়িতে যাওয়ার আনন্দও কিছু কম নয় ৷

  তবে, রাজ চক্রবর্তীর বাড়ির দিকে যাওয়ার পথটা কিন্তু ফুলেল অর্থাৎ ফুল বিছানো ৷

  যাত্রা হোক মঙ্গলময় ৷ সুখে থেকো ভালো থেকো ৷ এই কামনায় শুভশ্রীর আত্মীয়রা গোলাপের পাপড়ির ছোঁয়ায় শুভশ্রীর যাত্রাপথ আরও কোমল করে দিলেন ৷ আর জামাই বাবাজীবনের হাত ধরে নিয়ে কিছুটা পথ এগিয়ে দিলেন শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় ৷ সঙ্গে ছিলেন শুভশ্রীর মা বীণাদেবী ৷ সঙ্গে ছিলেন শুভশ্রীর আদরের পোষ্যটিও ৷ নায়িকা যে বেজায় খুশি তা বোঝা গেল তাঁর অভিব্যক্তি দেখেই ৷

  First published:

  Tags: Celebrity Wedding, Raj chakraborty Wedding, Raj-subhashree wedding, Subhashree Ganguly Weddding, Subhasree Ganguly Weddding, Tollywood Celebrities, রাজ চক্রবর্তী, রাজ-শুভশ্রী, শুভশ্রী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়

  পরবর্তী খবর