Subhashree: হাই থাই স্লিটে আরও সাহসী! শুভশ্রীর ঘাম ঝরানো ফিগারে ফিদা ভক্তরা, না দেখলেই বড় মিস

Last Updated:

Subhashree: মেদহীন ফিগারে মুহূর্তে তাক লাগিয়ে দিয়েছেন শুভশ্রী৷ এত তাড়াতাড়ি কী করে এতটা মেদ ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হলেন, তা জানতে চেয়েছেন ভক্তরা৷

হাই থাই স্লিটে আরও সাহসী! শুভশ্রীর ঘাম ঝরানো ফিগারে ফিদা ভক্তরা, না দেখলেই বড় মিস
হাই থাই স্লিটে আরও সাহসী! শুভশ্রীর ঘাম ঝরানো ফিগারে ফিদা ভক্তরা, না দেখলেই বড় মিস
কলকাতা: বং বিউটি শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবার যেন আরও বেশি সাহসী৷ অভিনেত্রীর অ্যাটিটিউটে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা৷ হাঁটার স্টাইল থেকে ক্যামেরায় পোজ প্রতিটা লুকে ভক্তদের পাগল করে দিয়েছেন নায়িকা৷ সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী৷ ভক্তদের বিনোদন জগতে হামেশাই ছবি ও ভিডিও পোস্ট করেন নায়িকা ৷ ফের নতুন ভিডিও পোস্ট করে শিরোনামে উঠে এলেন নায়িকা৷
শুভশ্রীর পোস্ট করা ভিডিওতে নীল রঙের হাই থাই স্লিটে দেখা গিয়েছে৷ পায়ে সবুজ রঙের রঙের পেন্সিল হিল জুতো, কানে বড় দুল, মাথায় উচু করে বাঁধা চুল, অভিনেত্রীর চোখের আদায় ঘুম উড়েছে অনুরাগীদের৷ লাইকও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ তবে এত তাড়াতাড়ি কী করে এতটা মেদ ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হলেন, তা জানতে চেয়েছেন ভক্তরা৷ মেদহীন ফিগারে মুহূর্তে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী৷
advertisement
advertisement
advertisement
রিল ভিডিওতে মোহময়ীর রূপের ছটায় কুপোকাত হয়েছেন ভক্তরা৷ ছেলে হওয়ার পর ওজন বেড়ে দ্বিগুণ হয়েছিল টলি নায়িকার। শরীরের বাড়তি ওজন নিয়ে বারবার ট্রোলডও হয়েছিলেন শুভশ্রী৷ তবে ট্রোলিং নিয়ে দুঃখ পান না অভিনেত্রী বরং জীবনের প্রতিটা অধ্যায় উপভোগ করেন শুভশ্রী। বর্তমানে ফ্যাশন স্টেটমেন্টে যেমন তাক লাগাচ্ছেন পাশাপাশি ওজন ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে ভক্তদের চমকে দিয়েছেন রাজ ঘরনি। ‘ইন্দুবালা’ হয়ে ওয়েব প্ল্যাটফর্মে ফিরেছেন শুভশ্রী। যেখানে তাকে ৭৫ বছর বয়সি বৃদ্ধার চরিত্রে দেখা গেছে। প্রথম লুকেই যথেষ্ঠ হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী। পরিচালক দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দিয়েই ওয়েব সিরিজে ডেবিউ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Subhashree: হাই থাই স্লিটে আরও সাহসী! শুভশ্রীর ঘাম ঝরানো ফিগারে ফিদা ভক্তরা, না দেখলেই বড় মিস
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement