মর্মান্তিক! সেটেই ২০ ফুট উচ্চতা থেকে পড়ে গিয়ে মৃত বিজয় সেতুপতির সিনেমার স্টান্টম্যান!
- Published by:Aryama Das
Last Updated:
বিজয় সেতুপতির সিনেমা বিদুথালাই-এর জন্য একটি স্টান্ট করার সময় প্রয়াত হন সুরেশ। কীভাবে এই মৃত্যু?
#চেন্নাই: প্রয়াত স্টান্টম্যান এস সুরেশ। সিনেমা জগতে তিন দশকেরও বেশি সময় কেটেছে তাঁর। শনিবার বিজয় সেথুপতি এবং সুরেশ অভিনীত আসন্ন তামিল চলচ্চিত্র, বিদুথালাই-এর জন্য একটি স্টান্ট করার সময় প্রয়াত হন। ছবিটি দুটি অংশে শ্যুট করা হয়েছে এবং এতে বিজয় সেতুপতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। কীভাবে এই মৃত্যু?
এক জাতীয় প্রতিবেদনে বলা হয়েছে, ২০ ফুট উচ্চতা থেকে পড়ে গিয়ে দড়িতে জড়িয়ে পড়েছিলেন সুরেশ। পুলিশ মামলা দায়ের করেছে ইতিমাধ্যেই। খবরে বলা হয়েছে, মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৫৪। তাঁর স্ত্রী এবং দুই সন্তান রয়েছে।
advertisement
advertisement
অপর এক প্রতিবেদন অনুসারে, সুরেশ একটা দড়িতে বাঁধা ছিলেন, তাঁকে একটা অস্থায়ী ব্রিজের উপরে চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে দৌড়তে হবে। সুরেশ যখন লাফ দেন, তখন দড়ি ছিঁড়ে যায় এবং তিনি ২০ ফুট নীচে পড়ে যান। তাঁকে দ্রুত চেন্নাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
advertisement
প্রসঙ্গত, ২০২০-এর ফেব্রুয়ারিতে কমল হাসানের ইন্ডিয়ান ২-এর সেটে একটি ক্রেন পড়ে গিয়ে তিনজন প্রযুক্তিবিদ পিষ্ট হয়ে মৃত হন। ঘটনার পর শুটিং বন্ধ হয়ে যায় এবং দুই বছর পর এই সেপ্টেম্বরে আবার শুরু হয়। কমল হাসানের ইন্ডিয়ান ২-এর সেটে দুর্ঘটনার পরে, অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা শঙ্কর এবং লাইকা প্রোডাকশন মৃতদের পরিবারকে প্রতি ১ কোটি টাকা দিয়েছিলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2022 3:25 PM IST

