কাশ্মীরে পাথর বৃষ্টির মুখে ইমরান? মুখ খুললেন বলি তারকা
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
Stones thrown at Emraan Hashmi at Kashmir: নতুন ছবি "গ্রাউন্ড জিরো"র শ্যুটিং করতেই কাশ্মীরে গিয়েছিলেন ইমরান
#মুম্বাই: কাশ্মীরে পাথর বৃষ্টির মুখে পড়লেন ইমরান হাশমি! পাথর বৃষ্টিতে ঘায়েল হয়েছেন অভিনেতা ৷ এক সংবাদ সংস্থা মারফত এমনই খবর প্রকাশ পেয়েছিল ৷ জানা যায় , পাথর বৃষ্টির অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে ৷ একজনের বিরুদ্ধে এফআইআর করার খবরও প্রকাশ পেয়েছিল সংবাদ মাধ্যমে ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷
কিন্তু শেষ পর্যন্ত সমস্ত বিতর্কে জল ঢাললেন অভিনেতা ৷ মঙ্গলবার সকালে নিজের ট্যুইটারে একটি পোস্ট করে বিষয়টি নিয়ে মুখ খুললেন ইমরান৷ ট্যুইটারে অভিনেতা জানান, কাশ্মীরের মানুষের কাছে অভ্যর্থনা পেয়েছেন তিনি ৷
advertisement
শুধু তাই নয় শ্রীনগর ও পহেল গাঁওয়ে শ্যুটিং করতে পেরে তিনি অত্যন্ত আনন্দ পেয়েছেন এবং তাঁর পাথরের আঘাতে জখম হওয়ার খবরটি সম্পূর্ণ ভুল ৷ ট্যুইটারে বিষয়টি নিয়ে মুখ খুলে সমস্ত জল্পনার অবসান করেন ইমরান ৷
advertisement
নতুন ছবি "গ্রাউন্ড জিরো"র শ্যুটিং করতেই কাশ্মীরে গিয়েছিলেন ইমরান ৷ প্রায় ১৪ দিন ছবির শ্যুটিং-এ কাশ্মীরে ছিলেন অভিনেতা ৷ ছবিতে তার সঙ্গে দেখা যাবে তামহানকর ও জোয়া হুসেনকে ৷ সম্প্রতি "টাইগার থ্রি" ও "সেলফি" ছবিতেও দেখা যাবে তাঁকে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2022 6:09 PM IST