কাশ্মীরে পাথর বৃষ্টির মুখে ইমরান? মুখ খুললেন বলি তারকা

Last Updated:

Stones thrown at Emraan Hashmi at Kashmir: নতুন ছবি "গ্রাউন্ড জিরো"র শ্যুটিং করতেই কাশ্মীরে গিয়েছিলেন ইমরান

#মুম্বাই:  কাশ্মীরে পাথর বৃষ্টির মুখে পড়লেন ইমরান হাশমি!  পাথর বৃষ্টিতে ঘায়েল হয়েছেন অভিনেতা ৷ এক সংবাদ সংস্থা মারফত এমনই  খবর প্রকাশ পেয়েছিল ৷ জানা যায় , পাথর বৃষ্টির অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে ৷ একজনের বিরুদ্ধে এফআইআর করার খবরও প্রকাশ পেয়েছিল সংবাদ মাধ্যমে ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷
কিন্তু  শেষ পর্যন্ত সমস্ত বিতর্কে জল ঢাললেন অভিনেতা ৷ মঙ্গলবার সকালে নিজের ট্যুইটারে একটি পোস্ট করে বিষয়টি নিয়ে মুখ খুললেন ইমরান৷  ট্যুইটারে অভিনেতা জানান,  কাশ্মীরের মানুষের কাছে অভ্যর্থনা পেয়েছেন তিনি ৷
advertisement
শুধু তাই নয় শ্রীনগর ও পহেল গাঁওয়ে শ্যুটিং করতে পেরে তিনি অত্যন্ত আনন্দ পেয়েছেন  এবং তাঁর পাথরের আঘাতে জখম হওয়ার খবরটি সম্পূর্ণ ভুল ৷ ট্যুইটারে বিষয়টি নিয়ে মুখ খুলে সমস্ত জল্পনার অবসান করেন ইমরান ৷
advertisement
নতুন ছবি "গ্রাউন্ড জিরো"র শ্যুটিং করতেই কাশ্মীরে গিয়েছিলেন ইমরান ৷ প্রায় ১৪ দিন ছবির শ্যুটিং-এ কাশ্মীরে ছিলেন অভিনেতা ৷ ছবিতে তার সঙ্গে দেখা যাবে তামহানকর ও জোয়া হুসেনকে ৷ সম্প্রতি "টাইগার থ্রি" ও "সেলফি"  ছবিতেও দেখা যাবে তাঁকে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কাশ্মীরে পাথর বৃষ্টির মুখে ইমরান? মুখ খুললেন বলি তারকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement