দেব, প্রসেনজিৎকে চ্যালেঞ্জ বং-গাইয়ের! পাল্টা জবাব বাংলার দুই সুপারস্টারের

Last Updated:

Bong Guy challenges Dev and Prasenjit : "কাছের মানুষ" ছবির একটি বাসের দৃশ্য নিয়ে কিরণ সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ ছুঁড়েছেন ৷

#কলকাতা:মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দীপক অধিকারী অভিনিত ছবি  "কাছের মানুষ "৷ পঞ্চমীর দিনে মুক্তি পেতে চলেছে ছবিটি ৷  ছবির প্রমোশন নিয়ে অত্যন্ত ব্যস্ত দুই জনপ্রিয়  অভিনেতা ৷ ছবির একটি দৃশ্য প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ দেব ও প্রসেনজিৎ   কে একটি পাবলিক বাসে ঝুলতে দেখা  গিয়েছে এই দৃশ্যতে ৷ এবার এই দৃশ্য নিয়েই সরব হয়েছেন বং-গাই ৷
বাংলার জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত ওরফে বং-গাই বহুবার অভিনেতাদের সঙ্গে তর্কে জড়িয়েছেন ৷ এ আগেও দেব এবং অঙ্কুশ হাজরার সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তিনি ৷ এবার বং-গাইয়ের একটি পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক ৷
advertisement
advertisement
সম্প্রতি, "কাছের মানুষ" ছবির একটি বাসের দৃশ্য নিয়ে কিরণ সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ ছুড়েছেন  ৷ তিনি তাঁর পোস্টে টলিউডের দুই তারকাকে ট্যাগ করে লিখেছেন   "এটা একমাত্র সিনেমার পর্দায় সম্ভব বাস্তবে  এরকম ভাবে বাসে চড়ে দেখাওতো দেখি ৷"
advertisement
কিরণের এই চ্যালেঞ্জের পাল্টা  উত্তরে দেব লিখেছেন "চল ঠিক আছে  পরশু দেখা হচ্ছে বাসে ৷ চ্যালেঞ্জ নিবি না ৷"
advertisement
টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎও উত্তর দিয়েছেন বং গাইয়ের পোস্টে ৷ তিনিও চ্যালেঞ্জ গ্রহণ করেছেন  তিনি ৷ বং-গাইয়ের পোস্টের পাল্টা উত্তর দিয়ে লিখেছেন " ঠিকাছে, পরশু দেখা হচ্ছে বাসে ৷ এবার আমাকে আমার মত থাকতে দাও ৷ "
advertisement
দুই তারকার এই চ্যালেঞ্জ গ্রহণ নিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বং-গাই ৷ তিনি লিখিছেন "বদ্দা  চ্যালেঞ্জ ওয়ান, টু. এবার থ্রি টাও গ্রহণ করেছে৷" তাঁদের এই চ্যালেঞ্জ ও পাল্টা  চ্যালেঞ্জেই উত্তাল নেট পাড়া ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দেব, প্রসেনজিৎকে চ্যালেঞ্জ বং-গাইয়ের! পাল্টা জবাব বাংলার দুই সুপারস্টারের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement