Gary Graham Death: হৃদরোগেই সব শেষ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা, মৃত্যুর খবরে শোকের ছায়া
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Gary Graham Death: সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়াশিংটনের একটি হাসপাতালে মারা যান। অভিনেতার স্ত্রী বেকি গ্রাহাম হলিউড রিপোর্টারকে তাঁর মৃত্যুর খবর জানান।
হলিউডে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেতা গ্যারি গ্রাহাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গাড়ির প্রাক্তন স্ত্রী সুজান লাভেল একটি ফেসবুক পোস্টের মাধ্যমে দুঃসংবাদটি প্রকাশ্যে আনেন। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রাক্তন স্বামী এবং আমাদের একমাত্র সন্তান হেইলি গ্রাহামের বাবা গ্যারি প্রয়াত হয়েছেন।’
জানা যায়, সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়াশিংটনের স্পোকেনের একটি হাসপাতালে মারা যান। অভিনেতার স্ত্রী বেকি গ্রাহাম হলিউড রিপোর্টারকে তাঁর মৃত্যুর খবর জানান। ১৯৯৫ সালে টিভির জন্য তৈরি সিরিজ় ‘স্টার ট্রেক: ভোয়েজার’-এ গ্যারির অভিনয় কাড়ে। এর পর পরবর্তী পাঁচ বছর ‘স্টার ট্রেক: এন্টারপ্রাইজ়’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়।
advertisement
advertisement
গ্যারি ১৯৫০ সালের ৬ জুন ক্যালিফোর্নিয়ার লং বিচে জন্মগ্রহণ করেন। ১৯৭০-এর মাঝামাঝি সময়ে টেলিভিশনে এইট ইজ এনাফ , স্টারস্কাই, হাচ এবং পুলিশ ওম্যানের মতো শোয়ে দেখা যায় তাঁকে। তার আগে ‘হার্ডকোর’-এ নজর কেড়েছিলেন অভিনেতা।
advertisement
টেলিভিশনে উল্লেখযোগ্য অবদান রয়েছে গাড়ির। নটস ল্যান্ডিং, টিজে হুকার, মুনলাইটিং, দ্য কমিশ, রেনেগেড, অ্যালি ম্যাকবিল, ক্রসিং জর্ডান এবং নিপ/টাক-এ অভিনয় করেন। দ্য ইনক্রেডিবল হাল্ক, রোবট জক্স, দ্য লাস্ট ওয়ারিয়র, এবং চ্যাম্পিয়ন-এর মতো ছবিতেও দেখা যায় তাঁকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2024 8:39 AM IST