Gary Graham Death: হৃদরোগেই সব শেষ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা, মৃত্যুর খবরে শোকের ছায়া

Last Updated:

Gary Graham Death: সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়াশিংটনের একটি হাসপাতালে মারা যান। অভিনেতার স্ত্রী বেকি গ্রাহাম হলিউড রিপোর্টারকে তাঁর মৃত্যুর খবর জানান।

হলিউডে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেতা গ্যারি গ্রাহাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গাড়ির প্রাক্তন স্ত্রী সুজান লাভেল একটি ফেসবুক পোস্টের মাধ্যমে দুঃসংবাদটি প্রকাশ্যে আনেন। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রাক্তন স্বামী এবং আমাদের একমাত্র সন্তান হেইলি গ্রাহামের বাবা গ্যারি প্রয়াত হয়েছেন।’
জানা যায়, সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়াশিংটনের স্পোকেনের একটি হাসপাতালে মারা যান। অভিনেতার স্ত্রী বেকি গ্রাহাম হলিউড রিপোর্টারকে তাঁর মৃত্যুর খবর জানান। ১৯৯৫ সালে টিভির জন্য তৈরি সিরিজ় ‘স্টার ট্রেক: ভোয়েজার’-এ গ্যারির অভিনয় কাড়ে। এর পর পরবর্তী পাঁচ বছর ‘স্টার ট্রেক: এন্টারপ্রাইজ়’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়।
advertisement
advertisement
গ্যারি ১৯৫০ সালের ৬ জুন ক্যালিফোর্নিয়ার লং বিচে জন্মগ্রহণ করেন। ১৯৭০-এর মাঝামাঝি সময়ে টেলিভিশনে এইট ইজ এনাফ , স্টারস্কাই, হাচ এবং পুলিশ ওম্যানের মতো শোয়ে দেখা যায় তাঁকে। তার আগে ‘হার্ডকোর’-এ নজর কেড়েছিলেন অভিনেতা।
advertisement
টেলিভিশনে উল্লেখযোগ্য অবদান রয়েছে গাড়ির। নটস ল্যান্ডিং, টিজে হুকার, মুনলাইটিং, দ্য কমিশ, রেনেগেড, অ্যালি ম্যাকবিল, ক্রসিং জর্ডান এবং নিপ/টাক-এ অভিনয় করেন। দ্য ইনক্রেডিবল হাল্ক, রোবট জক্স, দ্য লাস্ট ওয়ারিয়র, এবং চ্যাম্পিয়ন-এর মতো ছবিতেও দেখা যায় তাঁকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gary Graham Death: হৃদরোগেই সব শেষ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা, মৃত্যুর খবরে শোকের ছায়া
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement