Ajay Devgn: 'ময়দান'-এ নামবেন অজয়! কবে আসছেন ভারতীয় ফুটবল নিয়ে ছবি, থাকবেন বাংলার তারকারা

Last Updated:

Ajay Devgn: মঙ্গলবার সামনে আসা ছবির নতুন পোস্টার জুড়ে রইল শুধুই নস্টালজিয়া। সেখানে দেখা মিলল হারিয়ে যাওয়া এক টুকরো কলকাতার।

কলকাতা: ‘ময়দান’ নিয়ে ময়দানে নামছেন অজয় দেবগণ। নতুন বছরে নতুন ছবি নিয়ে আসছেন অভিনেতা। মঙ্গলবার সামনে আসা ছবির নতুন পোস্টার জুড়ে রইল শুধুই নস্টালজিয়া। সেখানে দেখা মিলল হারিয়ে যাওয়া এক টুকরো কলকাতার।
পোস্টারে ফর্মাল শার্ট-প্যান্টে অজয়। তাঁর পায়ে একটি ফুটবল। নায়কের পিছনে একটি ট্রাম। তাতে বড় বড় বাংলা হরফে লেখা ‘লিলি বিস্কুট’। পোস্টারটি নেটমাধ্যমে শেয়ার করে অজয় লেখেন, ‘বিশ্বজুড়ে সব থেকে বড় খেলা শুরু হতে চলেছে। চলতি বছরের ইদে মাঠে আসছে ‘ময়দান’। কথা দিচ্ছি, অনুপ্রেরণা জোগাবে এই গল্প। গর্ব এবং আনন্দ নিয়ে উদযাপন করবেন।’ অজয়ের সঙ্গেই এই ছবিতে অভিনয় করবেন কলকাতার একাধিক শিল্পী। দেখা যাবে অমর্ত্য রায়, আরিয়ান ভৌমিককে।
advertisement

View this post on Instagram

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

advertisement
advertisement
১৯৫২ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ভারতীয় ফুটবলের সুবর্ণ যুগের আখ্যানকে কেন্দ্র করে অমিত শর্মা তৈরি করেছেন ‘ময়দান’। ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের চরিত্রে দেখা যাবে অজয়কে। খেলাভিত্তিক এই ছবিকে বক্স অফিসে টক্কর দেবে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ajay Devgn: 'ময়দান'-এ নামবেন অজয়! কবে আসছেন ভারতীয় ফুটবল নিয়ে ছবি, থাকবেন বাংলার তারকারা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement