Shovan Ganguly-Sohini Sarkar: অতীতের পুনরাবৃত্তি আর নয়! সোহিনীর সঙ্গে আরও এক ধাপ এগোলেন শোভন, দিলেন নয়া চমক
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Shovan Ganguly-Sohini Sarkar: সম্প্রতি সোহিনীর সঙ্গে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন তিনি। সেজেগুজে দিব্যি নায়িকার সঙ্গে ছবি তুলে তা ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেন গায়ক।
advertisement
প্রায় তিন বছর চুটিয়ে প্রেম করেন গায়ক-নায়িকা। তাঁদের ভালবাসার আখ্যান জানত সকলেই। শহরের অলিগলি ঘুরে বেড়ানো থেকে একসঙ্গে অবসর যাপন, নিজেদের সম্পর্ককে মনের মতো করে সাজিয়েছিলেন তাঁরা। গত বছর সেই প্রেম ভাঙা। তার কারণ যদিও এখনও অজানা। টলিপাড়ার অন্দরের গুঞ্জন, স্বস্তিকার পর আরও এক নায়িকাকে মন দেন শোভন। তিনি সোহিনী সরকার।
advertisement
সোহিনী এবং শোভনকে প্রায়শই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। খামখেয়ালি মনে রাতের শহরকে নিজেদের মতো করে চিনে নেন তাঁরা। মেতে ওঠেন ঘরোয়া আড্ডায়। সোহিনীর সঙ্গে কাটানো মুহূর্তের ছবি অতীতে পোস্ট করেছিলেন শোভন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে তা মুছেও দেন। বিতর্কের ভয়? নাকি নিছক ব্যক্তিজীবন আড়ালে রাখার সিদ্ধান্ত? সেই উত্তর পাওয়া যায়নি।
advertisement
advertisement
advertisement