RRR Wins Golden Globe: গোল্ডেন গ্লোবের পর মিশন হলিউড, এ বার হলিউডেও যাবেন রাজামৌলি, হয়ে গিয়েছে চুক্তি
- Published by:Uddalak B
Last Updated:
RRR Wins Golden Globe: অনেকটা চিনা পরিচালক অ্যাং লি-এর ধাঁচে তিনিও হলিউডে পা রাখতে চলেছেন বলেই খবর৷
কলকাতা: না, ভুল কিছু শোনেননি৷ আরআরআর-এর পরিচালক এসএস রাজামৌলি এ বার ছবি তৈরি করবেন হলিউডেও৷ অনেকটা চিনা পরিচালক অ্যাং লি-এর মতো এ বার সিনেমার যাত্রাপথ হতে চলেছে রাজামৌলির৷ অ্যাং লি চিনের জনপ্রিয় পরিচালক৷
চিনা ভাষায় বিপুল জনপ্রিয় চলচ্চিত্র তৈরি করার পর তাঁকে, হলিউডের ট্যালেন্ট এজেন্সি ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সি রাজামৌলির সঙ্গে ইতিমধ্যে চুক্তি করে ফেলেছে৷
advertisement
advertisement
কিন্তু, কী ভাবে এল এই যাত্রাপথ! ভারতে মোট ১২টি ছবি তৈরি করেছেন রাজামৌলি, ১২টিই তেলগু ভাষায়৷ কিন্তু শুধু ভারতে নয়, আমেরিকাতেও এই ছবি চলেছে বিপুল জনপ্রিয়তায়৷
‘বাহুবলী’ আমেরিকার সিনেমায় চলা সবচেয়ে বেশিদিনের ভারতীয় ছবি হিসাবে রেকর্ড করেছে৷ সব মিলিয়ে মার্কিন অ্যাওয়ার্ডের তালিকায় স্থান করে নিতে অসুবিধা হয়নি রাজামৌলির৷ কিন্তু এ বারে তাঁর পদক্ষেপ অন্য৷
advertisement
আরও পড়ুন : করোনা আক্রান্ত ললিত মোদি অক্সিজেন সাপোর্টে, দ্রুত আরোগ্যের শুভেচ্ছা সুস্মিতার ভাইয়ের
অনেকটা চিনা পরিচালক অ্যাং লি-এর ধাঁচে তিনিও হলিউডে পা রাখতে চলেছেন বলেই খবর৷ ভারতীয় ছবির প্রতি কৃতজ্ঞতা থাকলেও হলিউডে গেলে তিনি প্রযোজকদের হাত থেকে অনেক বেশি পরিমাণে অর্থ পাবেন ছবি তৈরি করার জন্য৷ মার্কিন সংস্থা মনে করেছে, যে মাপের ছবি রাজামৌলি করছেন, তাতে হলিউডের অনেক প্রযোজনা সংস্থার সাহায্য পেলে তিনি এর থেকেও বড় মাপের কিছু তৈরি করতে পারবেন৷
advertisement
advertisement
সেই কারণেই দক্ষিণের সিনেমা জগত থেকে একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে, যেখানে অনেকেই মনে করছেন, খুব তাড়াতাড়ি একটি হলিউড ছবি তৈরি করতে পারেন রাজামৌলি৷
গোল্ডেন গ্লোবের মঞ্চে ‘আরআরআর’-এর পুরস্কার পাওয়ার ঘটনা নিঃসন্দেহে পাল্টে দিয়েছে তাঁর সিনেমা পরিচালক হওয়ার গ্রাফ৷ আর সেখান থেকে এক বিশ্বজয়ের উত্তরণের পথে হাঁটতে চলেছে দক্ষিণী পরিচালক৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2023 5:55 PM IST

