Srijla Guha: শ্যুটিংয়ের ফাঁকে কবিতা লিখতেন সৃজলা; প্রেম আর বিরহের বুননে প্রকাশিত মন ফাগুনের পিহুর বই

Last Updated:

সৃজলা জানিয়েছেন, ‘‘প্রায় সাড়ে তিনশো কবিতার মধ্যে থেকে ৫০টি বেছে নিয়ে এই বই। নিজের জন্যই লিখতাম এতদিন, ভাবিনি বই প্রকাশ করব।’’

নিজের বই প্রকাশ অনুষ্ঠানে অভিনেত্রী সৃজলা গুহ
নিজের বই প্রকাশ অনুষ্ঠানে অভিনেত্রী সৃজলা গুহ
কলকাতা: সৌন্দর্য আর বুদ্ধিমত্তা না কি এক সঙ্গে পাওয়া বিরল বিষয়। কানাঘুষো শোনা যায় ধারাবাহিকের অভিনেত্রীদের মস্তিষ্কের জোর না কি বেশ কম। সে সব গুজব তুড়িতে উড়িয়ে কবি হিসেবে আত্মপ্রকাশ করলেন বাংলা ধারাবাহিকের অভিনেত্রী সৃজলা গুহ। সদ্য শেষ হয়েছে অভিনেত্রীর রোম্যান্স থ্রিলার ধারাবাহিক ‘মন ফাগুন’। তবে শুধু অভিনয় নয়, ধারাবাহিক চলাকালীন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চাও কম হয়নি। আর এ বার আরও একবার সংবাদ শিরোনামে অভিনেত্রী। পঞ্চাশটি কবিতার একটি বই প্রকাশ করে ফেললেন তিনি।
যাঁরা অভিনেত্রীকে পর্দায় দেখেছেন তাঁরা জানেন বাংলা উচ্চারণ তেমন পরিষ্কার নয় সৃজলা ওরফে মন ফাগুনের পিহুর। সৃজলার লেখা কবিতাগুলোও কিন্তু ইংরিজিতেই। বইয়ের নাম ‘ফরএভার জানুয়ারি’ (Forever January)। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর লেখা প্রথম কবিতার বই।
advertisement
advertisement
গত ১৭ সেপ্টেম্বর অক্সফোর্ড বুক স্টোরে বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধারাবাহিকটির মূখ্য চরিত্রাভিনেতা শন বন্দ্যোপাধ্যায়-সহ অন্য কলাকুশলীরা। সৃজলার যে এমন গুণ আছে তা তাঁরা সকলেই জানতেন। কারণ শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকেই কবিতা লিখতে বসতেন সৃজলা। আর অভিনেত্রীও জানিয়েছেন সহ-অভিনেতাদের কাছ থেকে ভালবাসা আর অনুপ্রেরণা পেয়েই বইখানা ছাপিয়ে ফেলেছেন তিনি।
advertisement
তবে কবিতা লেখার এই বাসনা হঠাৎ নয় সৃজলার জীবনে। একেবারে ছোট থেকেই তিনি লেখালিখি করতে ভালবাসেন। আর এ বিষয়ে ছোট থেকেই উৎসাহ দিয়ে এসেছেন তাঁরা বাবা, মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৃজলা জানিয়েছেন, ‘‘প্রায় সাড়ে তিনশো কবিতার মধ্যে থেকে ৫০টি বেছে নিয়ে এই বই। নিজের জন্যই লিখতাম এতদিন, ভাবিনি বই প্রকাশ করব। মন ফাগুন-এর সেটে কবিতাগুলো সকলকে পড়ে শোনাতাম। সকলের উৎসাহেই প্রকাশ করে ফেললাম।’’
advertisement
নায়িকার লেখা কবিতায় উঠে এসেছে মানুষের মুখ। সৃজলা নিজেই জানিয়েছেন, যাঁদের সঙ্গেই জীবনে দেখা হয়েছে, তাঁদের কথাই লেখা হয়েছে তাঁর নিজস্ব অনুভবে। তাঁর কবিতাতেই তিনি বলেছেন, ‘‘হয় তো আমি অনেক ভাল ভাল কথা বলতে পারি না তোমার সম্পর্কে, কিন্তু ছন্দোবদ্ধ দু’টি পংক্তিই বুঝিয়ে দেবে আমার অন্তরের কথা।’’ সম্পর্ক ভাঙা নিয়েও কথা বলেন নায়িকা। তাঁর কাছে সম্পর্কের ভাঙন কোনও অনুশোচনা নিয়ে আসেনি। বরং জীবনের যাত্রা পথে তা রেখে গিয়েছে গভীর অনুভব- এমনই মনে করেন সৃজলা।
advertisement
সৃজলার বই নিয়ে অবশ্য বিরূপ প্রতিক্রিয়াও তৈরি হয়েছে সমাজ মাধ্যমে। কিন্তু আপাতত কোনও কিছুতেই কান দিতে নারাজ অভিনেত্রী।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srijla Guha: শ্যুটিংয়ের ফাঁকে কবিতা লিখতেন সৃজলা; প্রেম আর বিরহের বুননে প্রকাশিত মন ফাগুনের পিহুর বই
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement