Dawshom Awbotaar : ১২ বছর পর অতীতে সৃজিত, প্রসেনজিৎ-জয়া-অনির্বাণ-রূপম... ৮ অবতারের সঙ্গে পরিচালক
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Dawshom Awbotaar : আগামী ছবির শিল্পীদের নিয়ে বসুবাটিতে হাজির হলেন পরিচালক। সকলের পরনেই সাদা টিশার্ট, পাঞ্জাবী, টপ এবং ডেনিম। ফেসবুকে সেই ছবি পোস্ট করে সৃজিত লিখলেন, ‘আসছে খুব শীঘ্র’।
কলকাতা: বৃহস্পতিবার সকাল সকাল ১২ বছর আগের স্মৃতিচারণ। ২০১১ সালের ‘২২শে শ্রাবণ’-এর পর সেই বসুবাটিতে হাজির ‘দশম অবতার’-এর নয় অবতার। সৃজিত মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাসগুপ্ত এবং সৌমিক হালদার।
Coming soon. pic.twitter.com/YOJDfgdncL
— Srijit Mukherji (@srijitspeaketh) July 20, 2023
advertisement
আগামিকাল, একুশে জুলাই থেকে শ্যুট শুরু হবে সৃজিতের আগামী ছবির। বেশ কয়েক মাস ধরেই এই ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। বিশেষ করে নায়িকার চরিত্রে কাকে দেখা যাবে, সেই নিয়ে জলঘোলা হয়েছে। প্রথমে এই ছবির জন্য বেছে নেওয়া হয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কিন্তু দ্বিতীয় বার অন্ত:সত্ত্বা হওয়ার পর শুভশ্রীর পরিবর্তে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে বেছে নেওয়া হয়েছে।
advertisement
এবার বৃহস্পতিবার সকালে উত্তর কলকাতার বসুবাটিতে ছবির লোগো প্রকাশ পেল। প্রসঙ্গত, এই বসুবাটিতেই সৃজিতের জীবনের দ্বিতীয় এবং সবথেকে জনপ্রিয় এবং উচ্চপ্রশংসিত ছবি ‘২২ শে শ্রাবণ’-এর শ্যুট হয়েছিল। সেখানেই আগামী ছবির শিল্পীদের নিয়ে হাজির হলেন পরিচালক। সকলের পরনেই সাদা টিশার্ট, পাঞ্জাবী, টপ এবং ডেনিম। ফেসবুকে সেই ছবি পোস্ট করে সৃজিত লিখলেন, ‘আসছে খুব শীঘ্র’।
advertisement
পরিচালকের কথায়, ‘‘পুজো রিলিজ হিসেবে উপস্থাপন করা হল ‘দশম অবতার’। দর্শকেরা এই ছবির সঙ্গে একাত্ম হবেন, এ কথা ভেবেই রোমাঞ্চ বোধ করছি। এসভিএফ-এর সঙ্গে আবার জুটি বেঁধে ভাল লাগছে। দর্শকের কাছে ভাল ছবি পৌঁছে দেওয়ার প্রচেষ্টা থাকবে।’’
advertisement
ছবিটি মুক্তি পাবে দুর্গাপুজোয়। ষষ্ঠীর দিন প্রেক্ষাগৃহে সেজেগুজে হাজির হবেন দর্শকরা। পুজো শুরু হবে সৃজিতের ‘দশম অবতার’ দিয়েই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 12:26 PM IST