Srijit and Abir: দুই তারকাই সামিল উদ্যোগে, রাসবিহারীতে তৈরি হল নতুন সেফ হোম

Last Updated:

২৫ শয্যার এই সেফ হোমে চিকিৎসক, ওষুধ, নার্স, অক্সিজেন-সহ কোভিড উপযোগী সব পরিষেবা পাওয়া যাবে ৷

কলকাতা :  গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের উদ্যোগে সৃজিত মুখোপাধ্যায় ও আবীর চট্টোপাধ্যায়ের উদ্যোগে রাসবিহারী অ্যাভিনিউয়ে তৈরি হল সেফ হোম ৷ উদ্বোধন করা হল সোমবার ৷ উদ্যোগে সামিল দেবাশিস কুমার ও চন্দ্রিমা ভট্টাচার্য ৷ এই সেফ হোমের জন্য মেডিক্যাল সাপোর্ট দিচ্ছে আমরি হাসপাতাল ৷ এই সেফ হোমের পিছনে সক্রিয় ভূমিকা পালন করেছে ‘O2কু সবার’-এর ৷
‘O2কু সবার’ উদ্যোগে সৃজিত ছাড়াও আছেন রানা সরকার, অর্কদীপ মল্লিকা নাথ এবং চৈতালি বিশ্বাস৷ প্রথমে তাঁদের প্রয়াস ছিল সুলভে অক্সিজেন সরবরাহ ৷ সে সময় তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন ভবিষ্যতে সেফ হোম খোলা হবে ৷ রাসবিহারীতে সেই নিরাপদ আবাস খুলে কথা রাখল ‘O2কু সবার’৷ ২৫ শয্যার এই সেফ হোমে চিকিৎসক, ওষুধ, নার্স, অক্সিজেন-সহ কোভিড উপযোগী সব পরিষেবা পাওয়া যাবে ৷
advertisement
advertisement
পাশাপাশি রাজ্য সরকার ও O2কু সবার-এর উদ্যোগে দুই চব্বিশ পরগনা জেলা হাসপাতালে রাখা হয়েছে মোট ১০টি অক্সিজেন বাস ৷ সেখানে হাসপাতাল সুপারের তত্বাবধানে রোগীদের অক্সিজেন দেওয়া হচ্ছে ৷ স্বেচ্ছাসেবকরা উপস্থিত আছেন দিনভর ৷ এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘মোবাইল সেফ হোম’ অর্থাৎ ভ্রাম্যমাণ নিরাপদ আবাস ৷ সাধারণ মানুষের কাছে O2কু সবার-এর আর্জি, বাড়িতে ফেলে না রেখে ওখানে রোগীদের রেফার করা হোক ৷
advertisement
পাশাপাশি, O2কু সবার-এর পক্ষ থেকে কলকাতার বিভিন্ন এলাকায়    অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হচ্ছে ৷ যাঁদের সাধ্য নেই, তাঁদের কাছে কোনও অর্থ চাওয়া হচ্ছে না ৷ যাঁরা দিতে পারবেন, তাদের উপরও কোনও নির্দিষ্ট অঙ্ক চাপিয়ে দেওয়া হচ্ছে না ৷ তাঁরা নিজেরা যেটুকু দেবেন, সেটা দিয়েই বাকিদের কাছে নিখরচায় পরিষেবা পৌঁছে দিচ্ছে O2কু সবার ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srijit and Abir: দুই তারকাই সামিল উদ্যোগে, রাসবিহারীতে তৈরি হল নতুন সেফ হোম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement