Padatik The Foot Soldier: ‘অপরাজিত’ মুক্তির পর দিন ঘোষণা মৃণালের প্রতি সৃজিত-অর্ঘ্য ‘পদাতিক’-এর

Last Updated:
Padatik The Foot Soldier
Padatik The Foot Soldier
কলকাতা : তাঁরা (প্রায়) সমবয়সি৷ তাঁরা সমসাময়িক৷ যত দিন বাঙালির মনন থাকবে, তত দিন চিন্তনের পেয়ালায় তুফান তুলবেন সত্যজিৎ রায় ও মৃণাল সেন৷ বাংলা ছবিতে উত্তম-সৌমিত্র আলোচনার পাশাপাশি সমান্তরালে চলেছে সত্যজিৎ-মৃণালের তুলনা৷ এই তুলনা বাঙালিকে ঋদ্ধ করে৷ সেই ঋদ্ধতাকে আরও সমৃদ্ধ করতে দুই মহারথীর জন্মশতবর্ষলগ্নে দর্শক উপহার পাচ্ছেন একগুচ্ছ ভাল ছবি৷
প্রেক্ষাগৃহে এখন তুঙ্গে অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’৷ সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে এই ছবি তাঁর গুণাবিষ্টর শ্রদ্ধার্ঘ্য৷ ‘অপরাজিত’ মুক্তির একদিন পর, মৃণাল সেনের জন্মদিনে প্রকাশ্যে এল ‘পদাতিক দ্য ফুট সোলজার’-এর কথা৷ তবে পদাতিকের পথ চলার সলতে পাকানোর পর্ব শুরু হয়েছিল লকডাউনে৷ জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিজেই৷ শনিবার, মৃণাল সেনের ৯৯ তম জন্মদিনে তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ‘পদাতিক’-এর পোস্টার৷ লিখেছেন, এই ছবির কথা ঘোষণা করার জন্য তিনি অপেক্ষা করে আছেন সেই লকডাউন থেকে৷ কিন্তু মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উদযাপন শুরু না হওয়া পর্যন্ত তিনি জানাতে পারছিলেন না৷
advertisement
আরও পড়ুন : পিতৃতান্ত্রিক মূল্যবোধ কী ভাবে একজনকে ধর্ষকে পরিণত করে, সেটাই ‘দ্য রেপিস্ট’-এর পটভূমি : অপর্ণা সেন
সেই মাহেন্দ্রক্ষণ এসে হাজির৷ দর্শকদের জন্য হাজির সৃজিতের ‘পদাতিক’-এর পোস্টারও৷ চিরাচরিতকে চ্যালেঞ্জ করা, পট পরিবর্তন করতে সিদ্ধহস্ত বিশ্ব চলচ্চিত্রের সেই স্তম্ভর জন্মশতবার্ষিকী এভাবেই তিনি উদযাপন করছেন-লিখেছেন ‘অটোগ্রাফ’, ‘জাতিস্মর’, ‘চতুষ্কোণ’, ‘বাইশে শ্রাবণ’-এর পরিচালক৷ মৃণাল সেনের জীবন এবং তাঁর সময় থেকে অনুপ্রাণিত হয়েই এই সিরিজ করছেন সৃজিত৷ কারা অভিনয় করছেন, এখনও জানা যায়নি৷
advertisement
advertisement
আরও পড়ুন : সংযুক্তার পরনে তাঁর স্বামীর জামা, মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের প্রতি মুহূর্তেই থাকলেন অভিষেক
সৃজিতের শ্রদ্ধার্ঘ্যর কথা জানিয়েছেন কুণাল সেনও৷ মৃণালপুত্র শনিবার সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন আরও দু’টি মৃণাল-অর্ঘ্যের কথা৷ সেগুলির মধ্যে একটি ছবির কথা আগেই জানিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়৷ তিনি পরিচালনা করছেন ‘পালান’৷ মৃণাল সেনের ‘খারিজ’ ছবিতে যে বালক-পরিচারকের মৃত্যু হয়, তার নামেই ছবির নামকরণ৷ ‘খারিজ’-এর কাহিনিকেই তিনি এনেছেন বর্তমান পটভূমিতে৷ অঞ্জন দত্ত, মমতাশঙ্কর-সহ ‘খারিজ’-এর মূল কুশীলবরা অভিনয় করবেন ‘পালান’-এও৷ মৃণাল সেনের জন্মশতবর্ষে শুধু অভিনয়েই নিজেকে আবদ্ধ রাখছেন অঞ্জন দত্ত৷ তিনি নিজেও একটি ছবি পরিচালনা করছেন৷ অঞ্জনের সঙ্গে মৃণাল সেনের কথোপকথনই এ ছবির উপজীব্য৷ তাঁর এই ছবির কথাও নিজের পোস্টে উল্লেখ করেছেন কুণাল৷
advertisement
আরও পড়ুন : পাহাড়ের ঢালে মেঘের ভেলাকে সাক্ষী রেখে চোখ রাখলেন আয়নায়, কালিম্পঙে কেমন কাটছে করিনার দিন
যাঁদের সৃষ্টিতে বাংলা চলচ্চিত্রের নবযুগের সূচনা, তাঁদের ঘিরে একগুচ্ছ ভাল ছবি-অতিমারি ধ্বস্ত দু’ বছর পর এরকম সুসংবাদ কার্যত বিরল দর্শকদের কাছে৷
মুক্তির পরই অনীকের ‘অপরাজিত’ সমাদৃত সমালোচক ও দর্শকমহলে৷ মুগ্ধ সৃজিতও৷ সামাজিক মাধ্যমে ছবির উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অনীক দত্তকে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Padatik The Foot Soldier: ‘অপরাজিত’ মুক্তির পর দিন ঘোষণা মৃণালের প্রতি সৃজিত-অর্ঘ্য ‘পদাতিক’-এর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement