হোম /খবর /বিনোদন /
অস্কার জেতার পরেই ঘরে ভাঙনের ইঙ্গিত? রামচরনের পরিবারকে ঘিরে জোর চর্চা

অস্কার জেতার পরেই ঘরে ভাঙনের ইঙ্গিত? রামচরনের পরিবারকে ঘিরে জোর চর্চা

রাজামৌলির এই সুপারহিট সিনেমার পর রামচরণের খ্যাতি এখন বিশ্বজোড়া৷ হলিউডেও তাঁর কাজের কথাবার্তার আভাস পাওয়া যাচ্ছে৷ তার মাঝেই পরিবারে ভাঙনের ইঙ্গিত৷

  • Share this:

সদ্যই অস্কার জিতেছে ‘নাটু নাটু’৷ ‘আর আর আর’-এর ‘নাটু নাটু’র তালে রামচরণ আর এনটিআরের সঙ্গে পা মিলিয়েছে গোটা বিশ্ব৷ রাজামৌলির এই সুপারহিট সিনেমার পর রামচরণের খ্যাতি এখন বিশ্বজোড়া৷ হলিউডেও তাঁর কাজের কথাবার্তার আভাস পাওয়া যাচ্ছে৷ তার মাঝেই পরিবারে ভাঙনের ইঙ্গিত৷

রামচরণের খুড়তুতো বোন নীহারিকা কোনিডেলা এবং চৈতন্য জোন্নালাগদ্দার বিয়ে নিয়ে জোর চর্চা৷ স্বামী-স্ত্রী একে অপরকে ইনস্টাগ্রামেও আনফলো করেছেন৷

২০২০ সালে ধুমধাম করে বিয়ে করেন চিরঞ্জীবীর ভাইয়ের মেয়ে নীহারিকা৷ তবে সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় তাঁরা পরস্পরকে আনফলো করার পর থেকেই তাঁদের বিচ্ছেদ নিয়ে জোরচর্চা শুরু হয়েছে৷ তবে শুধু আনফলোই নয়, নিজের ইনস্টাগ্রাম থেকে স্ত্রীয়ের সঙ্গে সমস্ত ছবি এমনকি বিয়ের ছবিও মুছে ফেলেছেন চৈতন্য৷

আরও পড়ুন: 'মহিলা' হয়ে উঠতে পারেননি! বিখ্যাত এই ডিজাইনারের বিজ্ঞাপন থেকে বাদ পড়েন তাপসী

দাদা রামচরণের মতো নীহারিকাও অভিনয় করেন৷ আসলে গোটা কোনিডেলা পরিবারই রুপোলি পর্দার সঙ্গে যুক্ত৷ নীহারিকার বাবা অর্থাৎ চিরঞ্জীবীর ভাই নাগা বাবুও একজন অভিনেতা৷

তবে, নীহারিকার স্বামী চৈতন্য অবশ্য অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন৷ তিনি হায়দরাবাদের একটি বড় মাপের এমএনসিতে বিজনেস স্ট্র্যাটেজিস্টের কাজ করেন৷ নীহারিকার বিয়েতে দক্ষিণী সিনেমার কলাকুশলীদের চাঁদের হাট বসেছিল যেন৷ সস্ত্রীক রামচরণ, সাই ধরমতেজ, শ্রীজা কল্যান-সহ আরও অনেক তারকা উপস্থিত ছিলেন৷ পরিবারকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন ‘পুষ্পা’ খ্যাত অল্লু অর্জুনও৷

Published by:Ankita Tripathi
First published:

Tags: Entertainment, Ram Charan