'মহিলা' হয়ে উঠতে পারেননি! বিখ্যাত এই ডিজাইনারের বিজ্ঞাপন থেকে বাদ পড়েন তাপসী

Last Updated:

কেরিয়ারের শুরুর দিকটা মোটেই মসৃণ ছিল না তাপসীর৷ সম্প্রতি, এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

'মহিলা' হয়ে উঠতে পারেননি! বিখ্যাত এই ডিজাইনারের বিজ্ঞাপন থেকে বাদ পড়েন তাপসী
'মহিলা' হয়ে উঠতে পারেননি! বিখ্যাত এই ডিজাইনারের বিজ্ঞাপন থেকে বাদ পড়েন তাপসী
‘পিঙ্ক’, ‘থাপ্পড়’ কিংবা ‘মনমরজিয়া’, একের পর সফল ছবি উপহার দিয়ে বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তাপসী পান্নু৷ তথাকথিত ভাবে 'বহিরাগত' হয়েও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি৷ মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে ধীরে ধীরে দক্ষিণী সিনেমা, তারপর বলিউডে পা রাখেন তাপসী৷ তবে কেরিয়ারের শুরুর দিকটা মোটেই মসৃণ ছিল না তাঁর৷ সম্প্রতি, এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী। কেরিয়ারের শুরুতে বিখ্যাত ডিজাইনার সত্য পলের একটি বিজ্ঞাপন থেকে বাদ পড়েন তিনি৷ কারণ নির্মাতাদের মতে তাপসী ছিলেন ‘টু ইয়ং’ অর্থাৎ ‘খুবই কম বয়সি’৷
অভিনয় জগতে আসার মডেল হিসেবে তাঁর পথ চলার দিনগুলো কেমন ছিল? সম্প্রতি দ্য লল্লনটপকে দেওয়া একটি সাক্ষাৎকারে সে কথা জানালেন অভিনেত্রী৷ তিনি তখন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্রী৷ মেয়ের পোর্টফোলিও বানানোর জন্য তাপসীর মা নিজের পুঁজি থেকে ৪০ হাজার টাকা খরচ করেন। তাপসী দু'টি বিজ্ঞাপনে সুযোগও পান। সেখান থেকে চার থেকে পাঁচ টাকা আয়ও হয় তাঁর৷ এ ভাবেই ধীরে ধীরে মডেলিংয়ের কাজ পেতে শুরু করেন তাপসী৷ এই পুরনো দিনের স্মৃতিচারণার মাঝেই তাপসী জানান একটি শাড়ির বিজ্ঞাপনে সত্য পলের মডেল হিসেবে তাঁর বাদ পড়ার কথা৷ প্রথমে সত্য পলের নাম নিতে চাননি বলি অভিনেত্রী। তবে পরে তিনি নাম নিয়েই বলেন ঠিক কি ঘটেছিল তাঁর সঙ্গে৷
advertisement
advertisement
তাপসীর কথায়, "আমি এখন তাঁদের নাম নিয়েই বলতে পারি। সত্য পলের জন্য একটি ক্যাটালগ শ্যুট ছিল। ওঁদের শাড়ির জন্য মডেল দরকার ছিল। আমি তখন মাত্র ১ মাস হল আমার পোর্টফোলিও বানিয়েছি। ওঁদের মনে হয়েছিল যে, শাড়ি মডেলের জন্য আমার বয়স খুবই অল্প। ওঁরা এমন কাউকে চেয়েছিলেন, যাকে দেখে মহিলা বলে মনে হবে৷’’
advertisement
তবে এর আগেও নিজের মডেলিংয়ের জগৎ সম্পর্কে নিজের মতামত খোলাখুলিভাবে জানিয়েছিলেন তাপসী৷ হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ‘‘ এখানে আপনাকে প্রায় একটি বস্তুর চোখে দেখা হয়’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'মহিলা' হয়ে উঠতে পারেননি! বিখ্যাত এই ডিজাইনারের বিজ্ঞাপন থেকে বাদ পড়েন তাপসী
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement