TRP তালিকায় তলানিতে একদা বাংলা সেরা 'মিঠাই'! সৌমিতৃষার মনের কী অবস্থা

Last Updated:

এক সময় টানা টিআরপি তালিকার শীর্ষে থেকেছে 'মিঠাই'। সময় গড়িয়েছে। বদলেছে চেনা ছবি। তা নিয়ে যদিও আফসোস নেই সৌমিতৃষার।

সৌমিতৃষা কুণ্ডু।
সৌমিতৃষা কুণ্ডু।
#কলকাতা: টিআরপি তালিকায় তলানিতে 'মিঠাই'! সেরার মসনদ হারিয়েছিল আগেই। তাই বলে নামতে নামতে সোজা সবার নীচে? বাংলার একদা 'টপার'-এর এ হেন পরিণতির কথা বোধ হয় কেউই ভাবতে পারেননি।
নয়া মোড় নিয়েছে ধারাবাহিকের গল্প। সন্তান এসেছে সিদ্ধার্থ-মিঠাইয়ের কোলে। কিন্তু তাতেও বা লাভ হল কোথায়! তা হলে কি সব চেষ্টাই বৃথা?
'মিঠাই' সৌমিতৃষা কুণ্ডুর কথায়, "টিআরপি-র জন্য আলাদা করে কিছু করা হয়নি। কারণ ওই হিসেবনিকেশ নিয়ে আমরা কখনওই ভাবিত ছিলাম না। টিআরপি কম এলে আমরা আরও ভালো কাজ করার উৎসাহ পাই। এ বারও তাই হয়েছে।"
advertisement
advertisement
এক সময় টানা টিআরপি তালিকার শীর্ষে থেকেছে 'মিঠাই'। সময় গড়িয়েছে। বদলেছে চেনা ছবি। তা নিয়ে যদিও আফসোস নেই সৌমিতৃষার। তিনি মনে করেন, নতুনদের সুযোগ করে দিতে হবে। 'মিঠাই'-এর বক্তব্য, "একটি ধারাবাহিকই সব সময় সেরা হবে না। নতুনদেরও জায়গা করে দিতে হবে। তা হলেই আমরা এগিয়ে যেতে পারব। আসলে অনুরাগীরা অনেক সময় দলাদলি করেন। সেটা তাঁদের দোষ নয়। ভালবেসেই হয়তো এমন করেন ওঁরা। কিন্তু আমার সহকর্মীদের প্রতি অনেক শুভেচ্ছা রইল।"
advertisement
নামতে নামতে দশ নম্বরে। হারানো জায়গা ফিরে পাবে 'মিঠাই'? ধাক্কা সামলে পারবে ফের ঘুরে দাঁড়াতে? এখন সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/বিনোদন/
TRP তালিকায় তলানিতে একদা বাংলা সেরা 'মিঠাই'! সৌমিতৃষার মনের কী অবস্থা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement