Sonu Nigam: হঠাৎ আমায় আটকে ধরে... শিবসেনা সদস্যের বিরুদ্ধে FIR দায়ের করে মুখ খুললেন সোনু
- Published by:Teesta Barman
Last Updated:
Sonu Nigam Concert: পুলিশ আধিকারিক জানিয়েছেন, এখনও এক জনের চিকিৎসা চলছে হাসপাতালে। তবে অভিযুক্তের উদ্দেশ্য কেবল সেলফি তোলাই ছিল। আর কোনও উদ্দেশ্য ছিল না বলেই জানিয়েছেন তিনি।
মুম্বই: শোরগোল পড়ে গিয়েছে সোনু নিগমের কনসার্ট নিয়ে। মুম্বইয়ের চেম্বুরে লাইভ কনসার্টে গাইতে গিয়ে মহা বিপাকে পড়েছেন। সেলফি তোলা নিয়ে বিবাদের পর শিবসেনা সদস্য, স্বপনীল প্রকাশ ফাটেরপেকারের রোষের মুখে পড়েন বলিউডের বিখ্যাত সঙ্গীতশিল্পী সোনু।
সোমবার রাতে এই ঘটনায় ধাক্কাধাক্কিতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন সোনুর নিরাপত্তারক্ষীও। পড়ে যান সহশিল্পী রব্বানি খান এবং সোনুর গুরু গোলাম মুস্তফা খানের ছেলেও। এক জনের এখনও হাসপাতালে চিকিৎসা চলছে।
advertisement
ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোনু জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন। সোনুর কথায়, ‘‘কনসার্ট শেষ করে আমি সিঁড়ি দিয়ে স্টেজ থেকে নামছিলাম। স্বপনীল প্রকাশ আমাকে হঠাৎ আটকে ধরেন। হরি এবং রব্বানি আমাকে বাঁচাতেই তাঁদের সিঁড়ি থেকে নীচে ফেলে দেন সেই ব্যক্তি। আমিও সিঁড়িতেই পড়ে যাই। আমি অভিযোগ দায়ের করেছি। সকলকে এই বার্তাই দিতে চাই, জোর করে সেলফি তুলতে চেয়ে শোরগোল বাঁধানোর আগে যেন প্রত্যেকেই দ্বিতীয় বার ভাবেন।’’
advertisement
ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। তা ছাড়া জেন হাসপাতাল এবং থানায় বসে থাকা সোনুর একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুলিশ আধিকারিক জানিয়েছেন, এখনও এক জনের চিকিৎসা চলছে হাসপাতালে। তবে অভিযুক্তের উদ্দেশ্য কেবল সেলফি তোলাই ছিল। আর কোনও উদ্দেশ্য ছিল না বলেই জানিয়েছেন তিনি। বা কোনও সংঘবদ্ধ ভাবে তৈরি ঘটনা নয়। এক জন ব্যক্তিই এই শোরগোল পাকিয়েছেন। এফআইআর করা হয়েছে কেবল এক ব্যক্তির বিরুদ্ধে।
advertisement
চার দিনের এই কনসার্টের শেষ দিনে সোনুর পারফর্ম্যান্স ছিল। সূত্রের খবর এই ঘটনায় হেনস্থার শিকার হয়েছে সোনুর ম্যানেজার সায়রাকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 10:27 AM IST