আগরতলার বিয়ে বাড়িতে পুলিশি হানা ! জেলাশাসককে ভদ্রতার পাঠ পড়ালেন সোনু নিগম

Last Updated:

সোনু নিগম ফেসবুকে ভিডিও করে ওই ডিএম অফিসারের নাম নিয়ে অভিযোগ করেন।

Sonu Nigam
Sonu Nigam
#মুম্বই: দেশে করোনার দ্বিতীয় ঢেউতে নাজেহাল মানুষ। এই অবস্থায় প্রতিদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। হাজার হাজার মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে বেড নেই। পাওয়া যাচ্ছে না অক্সিজেন। বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এই অবস্থায় মানুষের এক মাত্র ভরসা কোভিড ভ্যাকসিন। আজ কোভিশিল্ডের দাম বেশ কিছুটা কমেছে। কিন্তু দেশের এমন পরিস্থিতিতেও এখনও লকডাউন বা কঠিন পদক্ষেপ নেননি কেন্দ্রীয় সরকার। এখনও শুধুই মানুষকে সতর্ক করা হচ্ছে। মাস্ক পরতে বলা হচ্ছে, স্যানিটাইজার ব্যবহার করতে বলা হচ্ছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আড্ডা দিতে বারণ করা হচ্ছে। তবে সেভাবে কঠিন পদক্ষেপ সরকার এখনও নেননি। গতবছর এই সময় গোটা দেশে লকডাউন চলেছিল। আর তারফলে মানুষের হয়রানি কিন্তু অনেকটাই বেড়েছিল। আমরা দেখেছি হাজার হাজার পরিযায়ী শ্রমিককে রাস্তায় হাঁটতে। আর্থিক ক্ষতিও দেখতে হয়েছিল। সেই সব কথা মাথায় রেখেই ভাবতে হচ্ছে সরকারকে। তবে এখন বিয়ের মরশুম। করোনা কালেও দেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠান হতে। সেখানে সব নিয়ম মেনেই মানুষের জমায়েত হচ্ছে। কিন্তু এই পরিস্থিতি সেটা কতটা যুক্তি যুক্ত, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
এমনই এক বিয়ে এবং বিয়েবাড়ি এবং ডিএমের ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন গায়ক সোনু নিগম। গতকাল একটি ভিডিও ভাইরাল হয়। করোনা সংক্রমণ রুখতে জারি হয়েছে নাইট কারফিউ৷ কিন্তু সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই ত্রিপুরার আগরতলার দু'টি অনুষ্ঠান বাড়ি ভাড়া নিয়ে ধুমধাম করে চলছিল বিয়ের অনুষ্ঠান৷ সরকারি বিধি ভেঙে নিমন্ত্রিতের সংখ্যাও ছিল যথেষ্ট বেশি৷ হঠাৎই দুই বিয়ে বাড়িতে পুলিশ নিয়ে হানা দিয়ে বিয়ের অনুষ্ঠানই বন্ধ করে দিলেন ত্রিপুরা পশ্চিমের জেলাশাসক৷ বিধি ভঙ্গের অভিযোগে বর কনে সহ বিয়েবাড়িতে উপস্থিত প্রত্যেককেই গ্রেফতারের নির্দেশ দেন জেলাশাসক শৈলেশ কুমার যাদব৷ শুধু তাই নয়, ত্রিপুরা রাজ পরিবারের মালিকানাধীন ওই নামী দু'টি বিয়েবাড়ির বাইরে পুলিশও মোতায়েন করা ছিল বলে অভিযোগ৷ যা দেখে আরও রেগে যান জেলাশাসক৷ বিধি ভেঙে বিয়ের অনুষ্ঠান হলেও কোনও ব্যবস্থা না নেওয়ায় আগরতলা পূর্ব থানার ওসি-কে সাসপেন্ড করার জন্য তিনি সরকারকে সুপারিশ করবেন বলেও জানান জেলাশাসক শৈলেশ কুমার যাদব৷ পাশাপাশি ওই বিয়ে বাড়ি দু'টি এক বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷ ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রেফতারি এড়াতে জেলাশাসকের সামনে রীতিমতো কাকুতি মিনতি করছেন বিয়ে অনুষ্ঠানে হাজির বর, কনের বাড়ির লোক৷ এই ভিডিও দেখেই রাগে ফেটে পড়েন সোনু নিগম।
advertisement
advertisement
তিনি ফেসবুকে ভিডিও করে ওই ডিএম অফিসারের নাম নিয়ে অভিযোগ করেন। বলেন," আমি সোশ্যাল মিডিয়ায় ত্রিপুরার বিয়েবাড়ির একটি ভিডিও দেখলাম। সেখানে দেখা গেল ডিএম সাহেব শৈলেশ কুমার যাদব বিয়ে বাড়িতে ঢুকে সাধারণ মানুষের সঙ্গে অসভ্য ব্যবহার করছেন। কিন্তু প্রশ্ন হল, যদি ওই বিয়ে বাড়ির লোকেরা করোনা নিয়ম ভঙ্গ করে থাকেন, তাহলে সবার আগে লোকাল থানা ও কাউন্সিলরদের প্রশ্ন করা কেন হয়নি? তাঁরা কিভাবে বিয়ের অনুষ্ঠান নিয়ম ভেঙে করার অনুমতি পেলেন জানা নেই। এবার যদি করেও থাকেন তাই বলে, এই রকম খারাপ ব্যবহার করবেন ডিএম সাহেব? এটা তো গুন্ডাগিরি। ওই অনুষ্ঠানের সকলকে তুই তুকারি করছেন, যাকে তাকে গ্রেফতার করছেন? এ কেমন অসভ্যতা? আপনি ডিএম, দেশের রাজা নন। তাছাড়া দেশের প্রধানমন্ত্রী মোদিজিও বোধহয় এত অহংকার করেন না নিজের ক্ষমতা নিয়ে, সকলের সঙ্গে ভদ্র ভাবে কথা বলেন। কিন্তু ডিএম সাহেব আপনি নিজেকে কি মনে করছেন? আজকের দিনে এই ব্যবহার কি কেউ কারও সঙ্গে করতে পারে! করোনার কথা মাথায় রেখে আপনি কেন আগে সতর্ক হননি। যা হওয়ার তা তো হয়েই গেছে ! সাধারণ মানুষের সঙ্গে এই খারাপ ব্যবহারের কি মানে?" এই প্রশ্ন তুলে আজ সোনু এই ভিডিও শেয়ার করেন। যা নিয়ে অনেকেই মনতব্য করে, সহমত হয়েছেন সোনুর সঙ্গে। মানুষ এবং প্রশাসন সকলকেই এই সময় সাবধান হতে হবে, পরিস্থিতি বুঝতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আগরতলার বিয়ে বাড়িতে পুলিশি হানা ! জেলাশাসককে ভদ্রতার পাঠ পড়ালেন সোনু নিগম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement