Sonam Kapoor: অবাক কাণ্ড! স্বামী আনন্দকে নয়, মা হওয়ার জন্য 'এই' ব্যক্তিকে কৃতিত্ব দিলেন সোনম
- Published by:Sanchari Kar
Last Updated:
২০ ফেব্রুয়ারি ছ'মাস পূর্ণ করল সোনম এবং আনন্দ আহুজার ছেলে বায়ু। এখনও পর্যন্ত একরত্তির মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা।
মুম্বই: কয়েক মাস আগেই মাতৃত্বের প্রথম স্বাদ পেয়েছেন অভিনেত্রী সোনম কাপুর। শ্যুটিং ফ্লোর থেকে দূরে আপাতত ছেলে বায়ুকে নিয়েই সময় কাটছে তাঁর। জীবনের নতুন অধ্য়ায় নিয়ে খুশি সোনম। সি সেকশন ডেলিভারি নয়, স্বাভাবিক পদ্ধতিতে সন্তানধারণ করেছেন অভিনেত্রী। তবে সেই কাজটি মোটেই সহজ ছিল না। তবে যাঁর কৃতিত্বে কোনও রকম সমস্যা ছাড়াই তিনি মা হতে পেরেছেন, তাঁর কথা এ বার প্রকাশ্যে আনলেন সোনম।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন সোনম। সেখানে নিজের চিকিৎসকের ভূয়সী প্রশংসা করেন অভিনেত্রী। জানান, তাঁর তত্ত্বাবধানের নির্বিঘ্নে সন্তানের জন্ম দিতে পেরেছেন তিনি। সোনম লেখেন, 'আমার মা হওয়ার কৃতিত্ব নিগম তালিবের। আপনারা ন্যাচরাল থেরাপির পথে হাঁটতে চাইলে, ডা. তালিব নিগমই সেরা।'
advertisement
advertisement
আরও পড়ুন: কিশোর বয়সেই নায়কের ভূমিকায়! বি-টাউনে ঝটিতি কেরিয়ারের মাঝেই এক ঘটনায় শেষ হয়ে গিয়েছিল কেরিয়ার
২০ ফেব্রুয়ারি ছ'মাস পূর্ণ করল সোনম এবং আনন্দ আহুজার ছেলে বায়ু। এখনও পর্যন্ত একরত্তির মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা।
সোনমকে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ সালে। জোয়া ফ্যাক্টর ছবিতে। এর পর কাজ থেকে দীর্ঘ বিরতি। জানা গিয়েছিল, ওম মাখিজার ব্লাইন্ড-এ দেখা যাবে তাঁকে। সেই ছবিতে এক অন্ধ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2023 1:56 PM IST