Sonam Kapoor: হাঁটছেন না কত্থক নাচছেন! ব়্যাম্পে এসে হলটা কী সোনমের, চরম ট্রোলড ফ্যাশনিস্তা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Sonam Kapoor: সম্প্রতি একটি পোশাক সংস্থার হয়ে ব়্যাম্পে হাঁটলেন সোনম কাপুর৷ হাঁটতে গিয়ে তিনি যা কান্ড ঘটালেন তা দেখে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়৷
মুম্বই: বলি অভিনেত্রী সোনম কাপুরকে নিয়ে চর্চা লেগেই রয়েছে৷ গত আগস্ট মাসেই মা হয়েছেন বলি অভিনেত্রী সোনম কাপুর। জন্মাষ্টমীর পরের দিন সোনমের কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। তারপর থেকেই বলি অভিনেত্রীর এখন অনেক দায়িত্ব বেড়ে গেছে। মা হিসেবে নতুন দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করছেন বলি নায়িকা। তবে অভিনয়ে যতটা না জনপ্রিয়,তার চেয়ে অনেক বেশি ফ্যাশনিস্তা হিসেবে পরিচিত সোনম কাপুর৷ বরাবরই পোশাক স্টেটমেন্টে নজির গড়ে থাকেন সোনম কাপুর৷ নিজের স্টাইল থেকে পোশাক নিয়ে তার গর্ব কম হয় না৷ এমনকী বলি নায়িকাদের মধ্যে ফ্যাশন নিয়েও তার ধারণা নাকি সবথেকে বেশি, সেকথা রিয়্যালিটি শো-তে এসে নিজেও বলেছেন সোনম৷ তবে এবার তিনি যা কান্ড ঘটালেন তা দেখে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়৷
সম্প্রতি একটি পোশাক সংস্থার হয়ে ব়্যাম্পে হাঁটলেন সোনম কাপুর৷ পরনে আনারকলি লেহেঙ্গা, ওড়না, কানে বড় দুল পরে লাস্যময়ী অবতারে নজর কেড়েছেন সোনম৷ এতক্ষণ পর্যন্ত সব ঠিক থাকলেও কিছুক্ষণ হাঁটার পরে শুরু হয়ে গেল নাচ৷ খানিকটা হেঁটে কত্থকের স্টাইলে ব়্যাম্পের মধ্য ঘুরতে শুরু করেন৷ ব়্যাম্পের মধ্যে হাঁটার বদলে নাচতে শুরু করতেই চরম ট্রোলড হয়েছেন নায়িকা৷ সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই ট্রোলের বন্যা৷ সোনমের এই কীর্তি দেখেই রীতিমতো চমকে উঠেছেন অনুরাগীরা৷ নেটিজেনদের মধ্যে একজন কমেন্টে বলেছেন, ক্যামেরার থেকে দূরে থাকার ফলেই কি সবটা ভুলে গেছেন সোনম? কেউ কেউ আবার মজার ছলে বলেছেন, আসলে রাজা চার্লসের অভিষেকে গিয়ে এমনই পারফর্ম করতে চলেছেন সোনম, ,তারই মহড়া চলছে এখন৷ আগামী মে মাসে উইন্ডসর রাজপ্রাসাদে রাজা হিসেবে অভিষেক হতে চলেছে রানি এলিজাবেথের ছেলে চার্লসের৷ সেই অনুষ্ঠানে ডাক পেয়েছেন বলি নায়িকা সোনম কাপুর৷ তা নিয়ে ও ট্রোল করতে ছাড়েননি নেটিজেনরা৷
advertisement
advertisement
মা হওয়ার পর হাতে সময় একেবারেই নেই। দিনের বেশিরভাগ সময়টা ছেলে বায়ুকে নিয়ে কাটান সোনম কাপুর। বলতে গেলে দম ফেলারও সময় নেই। ছেলেকে সামলে আগের মতো সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ থাকেন না সোনম কাপুর। দীর্ঘদিন বাদে ব়্যাম্পে হেঁটেই সমস্যায় পড়েছেন বলি নায়িকা৷ আপাতত সোনমের এই ভিডিও নেটদুনিয়ার হটকেক৷ উল্লেখ্য, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর৷ তারপর থেকে লন্ডনেই বেশিরভাগ সময় কাটান অভিনেত্রী৷ এমনকী অন্তঃসত্ত্বা অবস্থাতেও বেশ কিছুটা সময় লন্ডনে কাটিয়েছেন সোনম৷ এবার ইংল্যান্ডের সবচেয়ে বড় অনুষ্ঠানে ডাক পেয়ে শিরোনামে উঠে এসেছেন সোনম কাপুর৷ রাজা চার্লসের অভিষেকে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন হলিউড অভিনেতা টম ক্রুজ, গায়িকা কেটি পেরি, লাওনেল রিচির মতো তারকারা৷ সব মিলিয়ে এই অনুষ্ঠান যে জমজমাট হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 1:38 PM IST