Sohini Ganguly Miscarriage: 'চিকিৎসকের জন্যই...!' গর্ভেই সন্তানের মৃত্যুর দায় কার? সোহিনীর গাইনোকলজিস্ট এসএন দাস কেমন ডাক্তার? ঘটনার দিন মদ্যপ ছিলেন তিনি? জানালেন রোগীরাই
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Sohini Ganguly Miscarriage: চিকিৎসক এসএন দাসের জন্যই প্রাণ বেঁচেছে ইনফ্লুয়েন্সার সোহিনী গঙ্গোপাধ্যায়ের! অভিযুক্ত চিকিৎসকের পাশে দাঁড়িয়ে নেটপাড়ায় সওয়াল। কী বলছেন তাঁরা? জানুন...
কাঁচরাপাড়া, রুদ্র নারায়ণ রায়: প্রসবের আগেই সন্তানের মৃত্যু ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ইনফ্লুয়েন্সার সোহিনী গঙ্গোপাধ্যায়ের পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতেই তাঁদের পরিবারে ঘটে গিয়েছে এই মর্মান্তিক ঘটনা। অভিযোগের তির কাঁচরাপাড়ার স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. শিবেন্দ্রনাথ দাসের দিকে। এলাকায় এই চিকিৎসক এসএন দাস নামেই পরিচিত। এমনকি রোগীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা নেহাত কম নয়।
জানা গিয়েছে, গত ২২ অগাস্ট, শুক্রবার সোহিনীর পরিবার চিকিৎসককে জানান সন্তান নড়াচড়া করছে না। তখনই তিনি রোগীকে দ্রুত তাঁর কাছে আনতে বলেন। প্রাথমিক পরীক্ষায় সোহিনীর রক্তচাপ অত্যধিক বেশি ছিল। আল্ট্রাসাউন্ড করানোর নির্দেশ দেন। পরিবারের তরফে জানানো হয়, রিপোর্ট সেই সময় একেবারে স্বাভাবিক। এরপর রোগীকে মিলেনিয়াম নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে তখন ফিটাল হার্টবিট পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ডা. দাস আরও এক বিশেষজ্ঞের পরামর্শ নেন, যিনি একই রিপোর্ট দিয়েছিলেন।
advertisement
আরও পড়ুনঃ হাত-পায়ের নখ কি সামনে বাড়ে নাকি পিছনের দিক থেকে গজায়? ৯০% মানুষই এই প্রক্রিয়া সম্পর্কে ভুল জানে, আপনি জানেন?
তারপরেও পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে ওঠে। এমনকি নার্সিংহোম ও চিকিৎসকের বাড়িতে ভাঙচুর ও হেনস্থার অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়া জুড়ে কমেন্ট ও ট্রোলে বিধ্বস্ত হন চিকিৎসক। তাঁর কথায়, আমাকে খুনি, মাতাল, নরপিশাচ বলা হচ্ছে। অথচ আমি মদ বা ধূমপান কিছুই করি না। এতে পরিবার এমনকি আমার অধীনে যারা চিকিৎসাধীন, তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। সেই সময় রোগীর (সোহিনী গাঙ্গুলী) শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নিই, অস্ত্রোপচারের মাধ্যমে মা’কে বাঁচানো সম্ভব, তবে সন্তানের মৃত্যু এড়ানো যায়নি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘USG-তে হার্টবিট…’ প্রসবের ঠিক আগেই সন্তানের মৃত্যু, নেটদুনিয়ায় তুমুল তর্ক-বিতর্ক! অবশেষে মুখ খুললেন সোহিনী, ভয়ঙ্কর কঠিন সত্যি সামনে…
সেই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার একাংশ যেখানে চিকিৎসকের সমালোচনায় মত্ত, সেখানে আবার বহু মা যাঁরা এই চিকিৎসকের সাহায্যে সন্তান জন্ম দিয়েছেন, তাঁরাই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানাচ্ছেন। তাঁদের বক্তব্য, সন্তানের মৃত্যু দুঃখজনক হলেও, অন্তত মাকে বাঁচাতে পেরেছেন ডাক্তারবাবু, এটিও তো অনেক। সোশ্যাল মিডিয়ায় নানা ঘটনার উদাহরণ তুলে ধরে চিকিৎসকের পাশে থাকছেন বহু মানুষ। এমনকি একসময় এআইএমএস-এ সুনামের সঙ্গে চিকিৎসা পরিষেবা দিয়ে আসা চিকিৎসক এসএন দাসের কাঁচরাপাড়ার মতো এলাকায় এভাবে পরিষেবা দেওয়ার এই স্বীকৃতি বলেও জানাচ্ছেন এলাকার বহু মানুষ। ঘটনাকে কেন্দ্র করে একদিকে চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ, অন্যদিকে তাঁর প্রতি সমর্থন দু’পক্ষের সওয়ালে এখন রীতিমতো উত্তাল সোশ্যাল মিডিয়া।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 3:16 PM IST