হোম /খবর /বিনোদন /
ফের পর্দায় সোহম-পায়েল! ১৩ বছর বাদে 'হার মানা হার' এক করল জুটিকে

ফের পর্দায় সোহম-পায়েল! ১৩ বছর বাদে 'হার মানা হার' এক করল জুটিকে

Haar Mana Haar: শুক্রবার, ২৬ অগাস্ট ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল শহরের এক পাঁচতারা হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক, অভিনেতা সহ অন্যন্য কলাকুশলীরা...

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: রাজা চন্দ সবসময়েই সম্পর্কের গল্প বলেন। তাঁর পরবর্তী ছবি 'হার মানা হার'-এ পারিবারিক সম্পর্কের মূল্যবোধকে দেখান হয়েছে। সোহম চক্রবর্তী (Soham Chakraborty), পায়েল সরকার (Paayel Sarkar), আয়োষী তালুকদার (Ayoshi Talikdar), এবং শিশুশিল্পী সিলভিয়া দে (Silvia Dey) এবং সুদীপ্তা চক্রবর্তী (Sudiptaa Chakraborty) রয়েছেন মূখ্য ভূমিকায়। সোহমকে সিঙ্গল ফাদারের চরিত্রে দেখতে পাব আমরা ছবিতে। ছবিটি রূপোলি পর্দায় মুক্তি পাবে ১৬সেপ্টেম্বর।

শুক্রবার, ২৬ অগাস্ট ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল শহরের এক পাঁচতারা হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক, অভিনেতা সহ অন্যন্য কলাকুশলীরা। অভিনেতা সোহম জানান, "রাজাদা এই গল্পটা আমাকে অনেক আগেই বলেছিল। কিন্তু আমি আমার কাজে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তবে শেষ পর্যন্ত আমরা এই ছবিটি করছি। এটি আমাদের জীবনের এবং সমাজের মূল্যবোধের গল্প।" অভিনেত্রী পায়েলের সঙ্গে ১৩ বছর বাদে সিনেমা করছেন সোহম। শেষবারের মতো তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল 'প্রেম আমার' সিনেমাতে। আয়োষীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছবি এটি, কারণ সোহমের বিপরীতে অভিনয় করবেন তিনি এই ছবিতে।

আরও পড়ুন: ২ সপ্তাহেই 'আলো' আসছে আলিয়ার জীবনে? আলিয়ার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

ছবিতে সোহমের একটি ছোট মেয়ে মিষ্টি দেখান হবে। সে তাঁর মাকে ভীষণ মিস করে এবং কখনও কখনও চাপ সামলাতে না পেরে হিংস্র হয়ে ওঠে। সুতরাং পরিস্থিতি মিষ্টির বাবাকে জীবনসঙ্গী খুঁজতে বাধ্য করে এবং এখানে সোহমের জীবনে পায়েল এবং আয়োষী অভিনীত দুটি চরিত্র প্রবেশ করে।

আরও পড়ুন: শাড়ি! ভি-নেক ব্লাউজ! কথা বলছে চোখ! নতুন লুকে তাক লাগালেন জয়া

প্রসঙ্গত, আয়োষী রাজা চন্দের আরেকটি ছবি 'আম্রপালি'-তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তিনি আবার পরিচালকের সঙ্গে সহযোগিতা করতে পেরে বেজায় খুশি। তিনি জানান, “রাজাদা সেটে আমাদের অনেক সাহায্য করে। আমি এর আগে সোহামদা ও পায়েলদির সঙ্গে কাজ করেছি কিন্তু এই ছবিতে আমাকে সোহামদার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।"

Published by:Aryama Das
First published:

Tags: Paayel Sarkar, Soham Chakraborty