Death News: ২৫-এই সব শেষ! কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন বিপুল জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রেডিও মির্চির আর জে! আত্মহত্যা নাকি...

Last Updated:

একাধিক ব্র্যান্ডের সঙ্গে কোল্যাবোরেট করে কাজ করেছিলেন সিমরন সিং। বিভিন্ন ব্র্যান্ডের হয়ে রিল বানাতেন তিনি। কখনও কখনও আবার মজাদার কন্টেন্টও বানাতেন সিমরন। যা প্রচুর মানুষ দেখতেন।

২৫-এই সব শেষ!
২৫-এই সব শেষ!
জম্মু: মাত্র ২৫ বছর বয়সেই দুনিয়াকে বিদায় জানালেন আরজে সিমরন সিং। প্রত্যেকটা দিক থেকে তাঁর আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে গুরুগ্রাম পুলিশ। অত্যন্ত কম বয়সেই প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন সিমরন। কয়েক লক্ষ তাঁর ফলোয়ারের সংখ্যা। এত খ্যাতি আর সাফল্য সত্ত্বেও কেন এহেন চরম পদক্ষেপ গ্রহণ করলেন সিমরন? কোনও কিছু নিয়ে মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি? না কি কোনও কিছু নিয়ে মনোকষ্টে ভুগছিলেন? এছাড়াও কি অন্য কোনও কারণ থাকতে পারে এর? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আপাতত ব্যস্ত পুলিশ। বরাবরই অত্যন্ত বুদ্ধিমতী এবং প্রতিভাবান ছিলেন ২৫ বছর বয়সী সিমরন। আর তাঁর এই পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর ভক্ত এবং ফলোয়াররা। নানারকম জল্পনা করছেন তাঁরা।
গুরুগ্রামের সেক্টর ৪৭-এর কোঠি নম্বর ৫৯-এ থাকতেন সিমরন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই আত্মহত্যা করেন তিনি। আদতে জম্মুর নানক নগরের বাসিন্দা সিমরন। জম্মুর সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি। সেই বিশ্ববিদ্যালয় থেকেই ক্যাম্পাস প্লেসমেন্ট পেয়েছেন এবং রেডিও মির্চিকে নিজের জায়গা করে নিয়েছিলেন। সবথেকে বড় কথা হল, গোটা জম্মুই সিমরনের কণ্ঠের ভক্ত ছিল। তিনি বেশ খ্যাতি লাভ করে নিয়েছিলেন।
advertisement
advertisement
সিমরন সিংকে ‘জম্মু কি ধড়কন’ নামেও ডাকা হত। রেডিও-য় কাজ করার সময় সোশ্যাল মিডিয়ায় সিমরন প্রচুর জনপ্রিয়তা লাভ করেছিলেন। এরপর ইনফ্লুয়েন্সার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। জম্মু রেডিও মির্চির চাকরি ছেড়ে ২০২১ সালে হরিয়ানার গুরুগ্রামে চলে এসেছিলেন এই তরুণী। সেখানে কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে ভাড়ায় একটি বাংলোয় থাকতেন তিনি।
advertisement
একাধিক ব্র্যান্ডের সঙ্গে কোল্যাবোরেট করে কাজ করেছিলেন সিমরন সিং। বিভিন্ন ব্র্যান্ডের হয়ে রিল বানাতেন তিনি। কখনও কখনও আবার মজাদার কন্টেন্টও বানাতেন সিমরন। যা প্রচুর মানুষ দেখতেন। ফলে ভিউও আসত প্রচুর। আসলে লক্ষ লক্ষ ভিউ হত সিমরনের কন্টেন্টে। সেই সঙ্গে প্রচুর মানুষ পছন্দও করতেন। হাজার হাজার লাইকেও দেখা যেত মানুষের ভাল লাগার প্রতিফলন। কিন্তু গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় আত্মহননের পথ বেছে নিয়েছিলেন সিমরন। যা জানার পরে শোকস্তব্ধ হয়ে যান তাঁর ভক্তরা। শুধু তা-ই নয়, সিমরনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এবং ওমর আবদুল্লাহও।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Death News: ২৫-এই সব শেষ! কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন বিপুল জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রেডিও মির্চির আর জে! আত্মহত্যা নাকি...
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement