বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন স্নেহা, কোন ধারাবাহিক? কোন চরিত্র? শুনলে অবাক হবেন!

Last Updated:

Sneha Chatterjee: এর আগে নেতিবাচক চরিত্রেই অভিনয় করেছেন তিনি৷ তাঁর অভিনয় দর্শকদের মনে গেঁথে গিয়েছে৷ কিন্তু বাস্তব জীবনে তিনি ততটাই পজিটিভ৷ ছোট্ট ছেলেকে সামলে করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন খুঁজেছেন৷ বিশেষভাবে সক্ষমদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন৷

স্নেহা চট্টোপাধ্যায়, ছবি- ফেসবুক
স্নেহা চট্টোপাধ্যায়, ছবি- ফেসবুক
এভাবেও ফিরে আসা যায়...
ফিরলেন স্নেহা৷ মা হওয়ার পরে ফ্লোরে  এই প্রথম৷ এর আগে অবশ্য 'দিদি নম্বর ওয়ান'- এ অংশ নিয়েছিলেন৷ জয়ীও হয়েছিলেন৷ কিন্তু হিসাব মতো সেই রোজকার লাইট-ক্যামেরা-অ্যাকশন তো ছিল না৷ এবার ফেরা মতো করে ফেরা৷
advertisement
advertisement
জি বাংলায়  শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'লালকুঠি’।  প্রোমো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর বোঝা গিয়েছিল এইধারাবাহিক একটু আলাদা৷ পরতে পরতে রয়েছে রহস্য৷ অন্যদিকে এই ধারাবাহিকেই আবারও একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী রুকমা রায় ও অভিনেতা রাহুল বন্দোপাধ্যায়। 'দেশের মাটি'র পর থেকে  এই জুটি অনুরাগীদের বেশ পছন্দের৷
advertisement
তবে ধারাবাহিকের মতো রহস্য রেখেছেন স্নেহা৷ চরিত্র নিয়ে কিছু বলেননি৷ ধারাবাহিকে  এর আগে নেতিবাচক চরিত্রেই অভিনয় করেছেন তিনি৷ তাঁর অভিনয় দর্শকদের মনে গেঁথে গিয়েছে৷ কিন্তু বাস্তব জীবনে তিনি ততটাই পজিটিভ৷ ছোট্ট ছেলেকে সামলে করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন খুঁজেছেন৷ বিশেষভাবে সক্ষমদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন৷ স্নেহাকে পর্দায় দেখার জন্য উদগ্রীব ছিলেন দর্শকেরা৷ 'লালকুঠী' সেই দিক থেকেও ইচ্ছেপূরণ করল বই কী!
advertisement
নতুন দায়িত্ব এখন তাঁর কাঁধে৷ মা হয়েছেন৷ ছেলের নাম রেখেছেন তুরুপ৷ এতদিনের বিরতিতে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছেন৷ তুরুপের আধো আধো বুলি ফুটছে৷ টলমল পায়ে হাঁটছে৷ ধৈর্য বাড়িয়েছেন৷ রাগ কমানোর রেজলিউশন  নিয়েছেন৷ এই বিরতির পুরো সময়টাই তিনি কাটিয়েছেন৷ মেখে নিয়েছেন নস্টালজিয়া৷ এবার আবারও আরেক পুরনো ছন্দে ফেরা৷ আর অভিনয়ের ক্ষেত্রে তাঁর কাছে সব সময়ে গুরুত্ব পেয়েছে চরিত্র৷ দর্শকদের আশা, স্নেহা নিরাশ করবেন না...
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন স্নেহা, কোন ধারাবাহিক? কোন চরিত্র? শুনলে অবাক হবেন!
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement