বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন স্নেহা, কোন ধারাবাহিক? কোন চরিত্র? শুনলে অবাক হবেন!

Last Updated:

Sneha Chatterjee: এর আগে নেতিবাচক চরিত্রেই অভিনয় করেছেন তিনি৷ তাঁর অভিনয় দর্শকদের মনে গেঁথে গিয়েছে৷ কিন্তু বাস্তব জীবনে তিনি ততটাই পজিটিভ৷ ছোট্ট ছেলেকে সামলে করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন খুঁজেছেন৷ বিশেষভাবে সক্ষমদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন৷

স্নেহা চট্টোপাধ্যায়, ছবি- ফেসবুক
স্নেহা চট্টোপাধ্যায়, ছবি- ফেসবুক
এভাবেও ফিরে আসা যায়...
ফিরলেন স্নেহা৷ মা হওয়ার পরে ফ্লোরে  এই প্রথম৷ এর আগে অবশ্য 'দিদি নম্বর ওয়ান'- এ অংশ নিয়েছিলেন৷ জয়ীও হয়েছিলেন৷ কিন্তু হিসাব মতো সেই রোজকার লাইট-ক্যামেরা-অ্যাকশন তো ছিল না৷ এবার ফেরা মতো করে ফেরা৷
advertisement
advertisement
জি বাংলায়  শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'লালকুঠি’।  প্রোমো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর বোঝা গিয়েছিল এইধারাবাহিক একটু আলাদা৷ পরতে পরতে রয়েছে রহস্য৷ অন্যদিকে এই ধারাবাহিকেই আবারও একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী রুকমা রায় ও অভিনেতা রাহুল বন্দোপাধ্যায়। 'দেশের মাটি'র পর থেকে  এই জুটি অনুরাগীদের বেশ পছন্দের৷
advertisement
তবে ধারাবাহিকের মতো রহস্য রেখেছেন স্নেহা৷ চরিত্র নিয়ে কিছু বলেননি৷ ধারাবাহিকে  এর আগে নেতিবাচক চরিত্রেই অভিনয় করেছেন তিনি৷ তাঁর অভিনয় দর্শকদের মনে গেঁথে গিয়েছে৷ কিন্তু বাস্তব জীবনে তিনি ততটাই পজিটিভ৷ ছোট্ট ছেলেকে সামলে করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন খুঁজেছেন৷ বিশেষভাবে সক্ষমদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন৷ স্নেহাকে পর্দায় দেখার জন্য উদগ্রীব ছিলেন দর্শকেরা৷ 'লালকুঠী' সেই দিক থেকেও ইচ্ছেপূরণ করল বই কী!
advertisement
নতুন দায়িত্ব এখন তাঁর কাঁধে৷ মা হয়েছেন৷ ছেলের নাম রেখেছেন তুরুপ৷ এতদিনের বিরতিতে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছেন৷ তুরুপের আধো আধো বুলি ফুটছে৷ টলমল পায়ে হাঁটছে৷ ধৈর্য বাড়িয়েছেন৷ রাগ কমানোর রেজলিউশন  নিয়েছেন৷ এই বিরতির পুরো সময়টাই তিনি কাটিয়েছেন৷ মেখে নিয়েছেন নস্টালজিয়া৷ এবার আবারও আরেক পুরনো ছন্দে ফেরা৷ আর অভিনয়ের ক্ষেত্রে তাঁর কাছে সব সময়ে গুরুত্ব পেয়েছে চরিত্র৷ দর্শকদের আশা, স্নেহা নিরাশ করবেন না...
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন স্নেহা, কোন ধারাবাহিক? কোন চরিত্র? শুনলে অবাক হবেন!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement