Shaan's Mother Dies:প্রয়াত গায়ক শানের মা সোনালি মুখোপাধ্যায় ! টুইটে শোক জ্ঞাপন কৈলাস খেরের
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Shaan's Mother Dies: “১৯৮৬ সালে আমার বাবা মারা যাওয়ার পর আমার বোন সাগরিকা এবং আমাকে একাই বড় করেছিলেন মা। তখন আমার বয়স মাত্র ১৪। মা ১৯৭০ থেকে ২০০০ সাল পর্যন্ত নিজেও চলচ্চিত্রের গানে চুটিয়ে কোরাস গেয়েছেন,” জানিয়েছিলেন শান।
#মুম্বইঃ প্রয়াত সঙ্গীতশিল্পী শানের মা (Shaan's Mother Dies)। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সোনালী মুখোপাধ্যায়। দীর্ঘদিন চলচ্চিত্রের কোরাস গায়িকা হিসেবে কাজ করেছেন তিনি। যদিও শান নয়, এই মৃত্যুর খবর প্রথম সকলকে জানিয়েছেন গায়ক কৈলাস খের। এদিন সকালেই একটি টুইট বার্তায় শানের মায়ের প্রয়াণের(Shaan's Mother Dies) খবর নিশ্চিত করেছেন তিনি। পরিবারের তরফে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করে জানানো হয়নি। শান এবং তার পরিবারের সদস্যদের জন্য সমবেদনা জানিয়ে ওই টুইটে কৈলাস প্রার্থনা করেছেন, “শানের মা প্রয়াত হয়েছেন। সর্বশক্তিমানের কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। ত্রিলোকের অধিপতি ভগবান শিবের কাছে এই প্রার্থনা, আমাদের ভাই শানের পরিবার যেন এই শোক সহ্য করার শক্তি অর্জন করে। এই আমার প্রার্থনা।”
কৈলাস খেরের টুইট,
बड़े भाई शान @singer_shaan की माँ का देहावसान हो गया॥ परमेश्वर से दिवंगत आत्मा की सद्गति की प्रार्थनाएँ॥ तीनों लोक के अधिपति भगवान शिव से प्रार्थना है की हमारे शान भैया के परिवार को ये दुःख सहन करने की शक्ति मिले॥ अनन्त प्रार्थना ॐ
— Kailash Kher (@Kailashkher) January 20, 2022
advertisement
advertisement
২০১৬ সালে হিন্দুস্তান টাইমসের সাথে একটি সাক্ষাত্কারে জনপ্রিয় গায়ক শান জানিয়েছিলেন, মায়ের কারণেই গানের জগতের সঙ্গে তাঁর এই সখ্যতা এবং মায়ের জন্যই সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নেওয়ার সাহসও পেয়েছেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন শান। শান এবং তাঁর বোনকে একা হাতেই মানুষ করেছিলেন মা সোনালী। “১৯৮৬ সালে আমার বাবা মারা যাওয়ার পর আমার বোন সাগরিকা এবং আমাকে একাই বড় করেছিলেন মা। তখন আমার বয়স মাত্র ১৪। মা ১৯৭০ থেকে ২০০০ সাল পর্যন্ত নিজেও চলচ্চিত্রের গানে চুটিয়ে কোরাস গেয়েছেন,” জানিয়েছিলেন শান।
advertisement
তিনি আরও জানিয়েছিলেন, শান (Shaan's Mother Dies)যখন অল্প অল্প করে জনপ্রিয় হতে শুরু করেন, তখন নিজের এই কোরাস গানের কাজ থেকে ছুটি নিতে চেয়েছিলেন তাঁর মা। তাঁর মনে হয়েছিল, কোথাও হয়তো এই কাজ শানকে বিব্রত করতেও পারে। বলা বাহুল্য, মাকে নিয়ে গর্বের অন্ত ছিল না সুযোগ্য পুত্রর।
advertisement
শান এবং পরিবারের সকলের সঙ্গেই গতবছরের মার্চ মাসে নিজের জন্মদিন উদযাপন করেছিলেন সোনালি(Shaan's Mother Dies)। সেই সময়ে, মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে শান লিখেছিলেন, “আজ আমার মায়ের জন্মদিন!!! ভেবেই আনন্দ হচ্ছে যে মা সুস্থ আছেন এবং শান্তিতে আছেন!!!”
advertisement
বলিউডের একের পর এক সুপারহিট গানে নিজের শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন শান(Shaan's Mother Dies)। চাঁদ সিফারিশ, মুসু মুসু, কুছ তো হুয়া হ্যায় এবং জব সে তেরে নয়না সহ বহু বহু বিখ্যাত গানের এই শিল্পী নিজে ৯০-এর দশকের শেষদিকে কয়েকটি অ্যালবামও প্রকাশ করেছিলেন। শুধু বলিউড নয়, নিজের মাতৃভাষা বাংলা সহ শান অসমিয়া, তেলগু, কন্নড়, তামিল এবং মালয়ালম ভাষাতেও গান গেয়েছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 20, 2022 6:39 PM IST