Girgit Movie: ‘গিরগিট’-এর হাত ধরে বলিউডে পা বাপ্পার, থ্রিলার ছবি বানাচ্ছেন পরিচালক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Bengali director Bappa making Hindi movie Girgit: গিরগিট' ছবিটি একটি থ্রিলারধর্মী ছবি। সাসপেন্স-এ ভরপুর এই ছবি। ছবির পরতে পরতে লুকিয়ে রহস্য।
advertisement
বাপ্পা ও শুভঙ্কর মিত্র এবার হিন্দি ছবি বানাতে চলেছেন। ছবির নাম ‘গিরগিট’। ধাগা প্রোডাকশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে জানা গিয়েছে যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। তবে বর্তমান পরিস্থিতিতে মানে করোনা কালে, শ্যুটিং করার আদপ কায়দা খানিক ভিন্ন। তবে পরিচালক জানিয়েছেন যে সমস্তরকম করোনার বিধি নিষেধ মেনেই ছবির শ্যুটিং চলছে।
advertisement
advertisement
advertisement
advertisement
ধাগা প্রোডাকশের কর্ণধার শুভঙ্কর মিত্র বলেন, ‘‘হিন্দি ছবিতে প্রযোজক হিসেবে প্রথম ডেবিউ হলেও প্রযোজক হিসেবে আগেই আত্মপ্রকাশ হয়েছে। আমি ভীষণ কনফিডেন্ট আমাদের প্রজেক্ট নিয়ে, বাপ্পাকে নিয়ে। আপনাদের জন্য বানানো এই ছবি আমি নিশ্চিত আপনাদের ভাল লাগবেই।’’ ছবির সিনেমাটোগ্রাফার সৌরভ বন্দ্যোপাধ্যায় ও এডিটার অনির্বাণ মাইতি। ছবিতে মিউজিক করেছেন প্রাঞ্জল দাস এবং গান গেয়েছেন রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, উজ্জয়িনী মুখোপাধ্যায়, রিমি দেব ও প্রমুখ। চলতি বছরেই রিলিজ করতে চলেছে এই হিন্দি ছবি গিরগিট।