Silajit Majumdar Interview: ‘শেষ দু’তিন বছরে সুমন-নচি-অঞ্জনের সঙ্গে শিলাজিতের নামও বলতে হচ্ছে’, বললেন গায়ক শিলাজিৎ

Last Updated:

Silajit Majumdar Interview: বাংলা গানের এক অন্য ধারা নিয়ে এসেছিল ৯০-এর দশক৷ একের পর এক শিল্পী বাংলা আধুনিক গানের পরিধী পাল্টে দিচ্ছিলেন নানারকম গবেষণার মাধ্যমে৷

শিলজিতের ফেসবুক পেজ থেকে পাওয়া ছবি
শিলজিতের ফেসবুক পেজ থেকে পাওয়া ছবি
কলকাতা: বাংলা গানের এক অন্য ধারা নিয়ে এসেছিল ৯০-এর দশক৷ একের পর এক শিল্পী বাংলা আধুনিক গানের পরিধী পাল্টে দিচ্ছিলেন নানারকম গবেষণার মাধ্যমে৷ ক্রমশ একঘেয়ে হয়ে যাওয়া বাংলা গানে নবজোয়ার এসেছিল সেই সময়ের শিল্পীদের হাত ধরে৷ সেই কালক্রমেই এক তরুণ, শিলাজিৎ মজুমদারের গাওয়া গান তরঙ্গ তুলেছিল বাংলা শ্রোতার মনে৷ আজকে, মানে এতদিন পর সেই সময়টাকে কী ভাবে দেখেন শিল্পী?
শিলাজিৎ নিউজ ১৮ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘’এটা ভাল লাগে দেখে, আমাদের সময়টাতে, অনেকে এসেছিলেন সেই সময়ে নিজের আত্মাকে বার করে দেওয়ার জন্য, কোনও ফরমায়েশি গান নয়, আমার জীবন ফরমায়েশ করেছে বলে৷ তার মধ্যে কেউ খুব ভাল, কেউ মাঝারি৷ তার মধ্যে চারটে নাম থেকে গিয়েছে৷ বহু চেষ্টা করে এটাকে দু’টোর মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে৷ তার পরে তিনটের মধ্যে রাখার কথা বলা হয়েছিল, সেটাও হয়নি৷ ওই সময়টাকে বলতে গেলে এখন চারটে নাম উচ্চারণ করতে হবে, কিছু করার নেই৷ এটা মানুষই করে দিয়েছে৷’’
advertisement
advertisement
তিনি এর সঙ্গে যোগ করেছেন, ‘‘আগে ওই সময়ের গান বললেই সুমন আর নচিকেতার গান বলা হত৷ সুমন-নচি এই দু’জনের গান৷ তার পরে সেটা সুমন-নচি-অঞ্জন হয়েছিল৷ তার পর, গত দু’তিন বছর ধরে সুমন-নচি-অঞ্জনের সঙ্গে শিলাজিতের নামও উচ্চারিত হচ্ছে৷ এটা একা দারুণ সাফল্য৷ আমরা যে ভাবে গানটাকে ভেবেছিলাম, আরও হয়ত ২০-২৫ জন৷ যাদের সেই সময়ে অ্যালবান মুক্তি পেয়েছিল৷ মানুষ হয়ত তাঁদের কথা তেমন করে মনে রাখেননি, কিন্তু তাঁরা ছিলেন৷ তা এই আমাদের চারজনের ধরন, ধাঁচ, আমরা যে ভাবে ভাবতে চেয়েছিলাম, সেটা একেবারে বাংলা সিনেমা জগতের একটি বিপরীতমুখী সঙ্গীত ছিল৷ একদম পুরো উল্টো৷ ভাল লাগে এই ভেবে, এখন বাংলা ছবির মিউজিক, যে ছাপেই ছাপ দিক না কেন, সেটা এখন বাংলা ছবির মিউজিক ফলো করে৷’’
advertisement
ইতিমধ্যে মুক্তি পেয়েছে শিলাজিৎ অভিনীত ইন্দ্রাশিস আচার্যের ছবি ‘নীহারিকা’৷ দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এই ছবিটি উচ্চ-প্রশংসিত হয়েছে৷ পাশাপাশি, বাঙালি সিনেমা মহলেও উচ্চ-সমাদর পাচ্ছে ছবিটি৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Silajit Majumdar Interview: ‘শেষ দু’তিন বছরে সুমন-নচি-অঞ্জনের সঙ্গে শিলাজিতের নামও বলতে হচ্ছে’, বললেন গায়ক শিলাজিৎ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement