Sidhu New Song: অন্ধরার থেকে আলোর দিকে যাওয়ার বার্তা! প্রতিবাদের গান সিধুর কণ্ঠে
- Published by:Sanchari Kar
- Written by:Manash Basak
Last Updated:
গানের নাম 'আর দেরি নয়'। রূপন মল্লিক পরিচালিত এই গানের পরতে পরতে উঠে এসেছে প্রতিবাদের ভাষা।
কলকাতা: 'এই আমার সেই সমাজ, যেখানে মানবতা হারায়, এই আমার সেই সমাজ, যেখানে হিংস্রতা জন্মায়', ঠিক এই দুটি উদ্ধৃতিতেই একটা আস্ত সমাজের ক্ষয়িষ্ণু ছবি ভেসে উঠছে চোখের সামনে। যেখানে সহিষ্ণুতা নেই, আন্তরিকতা নেই। আছে কেবল অসহিষ্ণু মনোভাব, বর্বরতা, নৃশংসতার বাড়বাড়ন্ত। এমনই এক কঠিন, অপ্রিয় সমাজের গল্প উঠে এসেছে 'DropsPlay'-এর মিউজিক ভিডিওতে । অরিজিৎ ঘোষের লেখায়, এই গানটি গেয়েছেন্ সিদ্ধার্থ রায় ওরফে সিধু।
গানের নাম 'আর দেরি নয়'। রূপন মল্লিক পরিচালিত এবং 'DropsPlay' প্রযোজিত এই গানের পরতে পরতে উঠে এসেছে প্রতিবাদের ভাষা। মিউজিক ভিডিও প্রসঙ্গে পরিচালক বলেন, "আমরা শুরুতেই দেখাই এক মহিলা, যার জামা কাপড়ের অবস্থা থেকে বোঝা যাচ্ছে সে অত্যাচারিত, চোখ কালো কাপড়ে বাঁধা এবং শিকল দিয়ে তার দুটি হাতও বেঁধে রাখা, ঠিক তাঁর সামনেই শিকল ছিড়ে ফেলবার জন্য গানে প্রেরণা দিচ্ছেন সিধু ।
advertisement
advertisement
তিনি আরও যোগ করেন, "পাশাপাশি বিভিন্ন নৃশংস ঘটনার সামনে সাধারণ মানুষের চোখে পট্টি পরানো। তারা বুঝেও হয়ত দেখতে চাইছেনা। শেষে ছোট্ট একটি মেয়ে কী ভাবে প্রতিবাদের মশাল তুলে নিচ্ছে এবং মানুষের চোখের বাঁধন ছিড়ে ফেলছে বা আদতেও সে সফল হচ্ছে কিনা, সেই নিয়েই আমাদের এই মিউজিক ভিডিও।"
advertisement
মূলত বাংলা রক ঘরানার গান এটি। সমাজের এক বড় অন্ধকার দিক ধর্ষণ। প্রতিনিয়ত এই সমাজে, লোকচক্ষুর আড়ালে কত নারীকে যে বিভিন্ন মানুষের লালসার শিকার হতে হয়, তার কোনও হিসেব নেই। আর বেশিরভাগ ক্ষেত্রেই সেই অপরাধ ধামাচাপা পড়ে যায়। ‘আর দেরি নয়’ মিউজিক অ্যালবামের মূল বার্তাই ধর্ষনের বিরুদ্ধে। সেই সমস্ত সমস্যা প্রতিবাদের ভাষা হয়ে উঠছে এই গান।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2023 9:36 PM IST