Rita Shukla: সিদ্ধার্থের মা রীতা শুক্লার জন্য বিশেষ উপহার ভক্তদের, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

Last Updated:

Rita Shukla: ম্যাসিভ হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সিদ্ধার্থের ৷ মুম্বইয়ের কুপার হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি ৷ চিকিৎসার কোনও সুযোগই পাওয়া যায়নি৷

Sidharth Shukla with his mother Rita Shukla
Sidharth Shukla with his mother Rita Shukla
গত বছর সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর থেকে তাঁর ভক্তরা মা রীতা শুক্লার পাশে থেকেছেন৷ আর এ বছর ছেলেকে ছাড়া রীতা শুক্লার প্রথম মা দিবস৷ এ দিনটা কাটানো যে তাঁর কাছে কতটা মুশকিল, সে কথা আলাদা করে না বললেও হবে৷ প্রথম থেকে শক্ত থাকলেও তিনি সন্তান হারিয়েছেন৷ তবে ভক্তরা তাঁকে আ ভক্তরা ‘রীতা মা’-কে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। তাঁরা #SidharthSukla এবং #RitaMaa হ্যাশট্যাগ বানিয়েছেন৷
একজন লিখেছেন, "সবচেয়ে সুন্দর, রীতা মা! আমাদের সিদ্ধার্থকে দেওয়ার জন্য ধন্যবাদ৷ আশা করি আপনি এভাবেই হাসতে থাকবেন, সবসময়!" ভক্ত ছাড়াও, সিদ্ধার্থের ইন্ডাস্ট্রির সহকর্মীরাও তাঁর মায়ের খোঁজ রাখেন। রীতা শুক্লার জন্মদিনে, বিগ বস খ্যাত প্রতীক সেহেজপাল বিগ বস 13 বিজয়ীর মাকে শুভেচ্ছা জানিয়ে সবার মন জয় করেছেন। নিজেকে সিদ্ধার্থের মায়ের ছোট ছেলে হিসেবে উল্লেখ করেছেন৷
advertisement
advertisement
ম্যাসিভ হার্ট অ্যাটাকে মৃত্যু হয় অভিনেতার ৷ মুম্বইয়ের কুপার হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি ৷ চিকিৎসার কোনও সুযোগই পাওয়া যায়নি৷ তার আগেই মৃত্যু হয় সিদ্ধার্থের৷ বয়স হয়েছিল ৪০ বছর৷  ১৯৮০ সালের ১২ ডিসেম্বর মুম্বইয়ে জন্ম সিদ্ধার্থ শুক্লার।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rita Shukla: সিদ্ধার্থের মা রীতা শুক্লার জন্য বিশেষ উপহার ভক্তদের, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement