গত বছর সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর থেকে তাঁর ভক্তরা মা রীতা শুক্লার পাশে থেকেছেন৷ আর এ বছর ছেলেকে ছাড়া রীতা শুক্লার প্রথম মা দিবস৷ এ দিনটা কাটানো যে তাঁর কাছে কতটা মুশকিল, সে কথা আলাদা করে না বললেও হবে৷ প্রথম থেকে শক্ত থাকলেও তিনি সন্তান হারিয়েছেন৷ তবে ভক্তরা তাঁকে আ ভক্তরা ‘রীতা মা’-কে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। তাঁরা #SidharthSukla এবং #RitaMaa হ্যাশট্যাগ বানিয়েছেন৷
আরও পড়ুন- স্বচ্ছ পোশাকের আড়ালে নোরার শরীরী বিভঙ্গ! গর্মি-গার্ল আদতেই পারদ চড়াচ্ছেন
ম্যাসিভ হার্ট অ্যাটাকে মৃত্যু হয় অভিনেতার ৷ মুম্বইয়ের কুপার হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি ৷ চিকিৎসার কোনও সুযোগই পাওয়া যায়নি৷ তার আগেই মৃত্যু হয় সিদ্ধার্থের৷ বয়স হয়েছিল ৪০ বছর৷ ১৯৮০ সালের ১২ ডিসেম্বর মুম্বইয়ে জন্ম সিদ্ধার্থ শুক্লার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sidharth Shukla