Shweta tiwari : মেয়ের শরীর নিয়ে কুমন্তব্য! ভেঙে পড়েছিলেন পলক, মা হিসেবে কড়া জবাব শ্বেতার

Last Updated:

Shweta tiwari : জনপ্রিয় হলেও নেটিজেনের ট্রোলিং থেকে রেহাই পাননি পলকও। চেহারার জন্য তির্যক মন্তব্য শুনতে হয়েছে তাঁকে, যাকে এক কথায় বডিশেমিং বলে।

মেয়ের শরীর নিয়ে কুমন্তব্য! ভেঙে পড়েছিলেন পলক, মা হিসেবে কড়া জবাব শ্বেতার
মেয়ের শরীর নিয়ে কুমন্তব্য! ভেঙে পড়েছিলেন পলক, মা হিসেবে কড়া জবাব শ্বেতার
#মুম্বই: অভিনেত্রী শ্বেতা তিওয়ারির (Shweta tiwari) মেয়ে পলক তিওয়ারিও ইতিমধ্যে বেশ পরিচিত মুখ। পঞ্জাবি গায়ক হার্ডি সান্ধুর গান বিজলি মুক্তি পাওয়ার পর থেকে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কিন্তু জনপ্রিয় হলেও নেটিজেনের ট্রোলিং থেকে রেহাই পাননি পলকও (Palak Tiwari)। চেহারার জন্য তির্যক মন্তব্য শুনতে হয়েছে তাঁকে, যাকে এক কথায় বডিশেমিং বলে। আর এই বিষয়টি প্রকাশ্যে আনলেন শ্বেতা নিজেই।
এক সক্ষাৎকারে শ্বেতা বলছেন, "এখনও লোকে বলে, কী রোগা শুকনো দেখতে। কিন্তু আমি ওকে কিছু বলি না। ও এরকমই। এভাবে ওকে দেখতে সুন্দরও লাগে। আমি বলি, তুমি সুস্থ, তুমি দৌড়াতে পারো, তোমার শারীরিক অবস্থা ভালো। যতক্ষণ পর্যন্ত ও সুস্থ আছে, দৌড়াতে পারছে, ও একদম ঠিক আছে। ওর শরীরের গঠন কেমন তা নিয়ে সত্যি আমার মাথা ব্যথা নেই।"
advertisement
শ্বেতা (Shweta tiwari) বলছেন, "আজকের দিনে ইনস্টাগ্রামই যথেষ্ট ট্রোল করার জন্য। ওকে কাঠির মতো রোগা অপুষ্টিতে ভোগে এই সবও বলা হয়েছে। আমি পাত্তা দিই না।" তবে এসব মন্তব্যের প্রভাব নাকি পলকের (Palak Tiwari) উপরে পড়েছিল। শ্বেতা জানাচ্ছেন, "ও বলছিল, আমি কি সত্যিই এত রোগা? আমি বললাম, একদম না। তোমার বয়স অনুযায়ী তুমি একদম ঠিক আছো। তুমি যত বড় হবে, তত তোমার শরীরে পরিবর্তন আসবে।"
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Palak Tiwari (@palaktiwarii)

advertisement
প্রসঙ্গত, খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন পলক তিওয়ারি। বিশাল মিশ্রর ছবি 'রোজি : দ্যা স্যাফরন চ্যাপ্টার'-এ তাঁকে দেখা যাবে বরুণ ধাওয়ানের বিপরীতে। অন্যদিকে শ্বেতাকে (Shweta tiwari) শেষ দেখা গিয়েছে জি ফাইভের ওয়েব সিরিজ শো স্টপারে। এছাড়া খতরো কে খিলাড়ি সিজন ১১-এও তাঁকে দেখা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shweta tiwari : মেয়ের শরীর নিয়ে কুমন্তব্য! ভেঙে পড়েছিলেন পলক, মা হিসেবে কড়া জবাব শ্বেতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement