Shruti Das: ফ্রেমবন্দি প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত, নোয়ার প্রোফাইল জুড়ে রবিবাসরীয় প্রেম

Last Updated:

ভালবাসা নিয়ে শ্রুতি দাস (Shruti Das) বরাবরই অকপট ৷ কোনওদিনই গোপন করেননি পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে তাঁর প্রেম ৷

কলকাতা : ভালবাসা নিয়ে শ্রুতি দাস (Shruti Das) বরাবরই অকপট ৷ কোনওদিনই গোপন করেননি পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে তাঁর প্রেম ৷ সামাজিক মাধ্যমেও শ্রুতির প্রোফাইল জুড়ে ছড়িয়ে থাকে তাঁদের রোম্যান্সের রং ৷ সোমবার রাতে শ্রুতি ছবি দিয়েছেন স্বর্ণেন্দুর সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ৷ দু’জনে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন সাউথ সিটি মলে ৷ সেখানেই স্বর্ণেন্দুর সঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবিও তোলেন শ্রুতি ৷ ক্যাপশন দিয়েছেন, ‘সানডে সর্টেড’৷
ফেসবুকে শ্রুতির প্রোফাইলে মনের মানুষের সঙ্গে তাঁর ছবি শেয়ার করার বিশেষ অ্যালবামের নাম ‘ইতি শ্রণেন্দু’ ৷ তবে এ বার সেই অ্যালবামে না দিয়ে প্রোফাইলের ওয়ালে এমনই তাঁদের ছবি শেয়ার করেছেন শ্রুতি ৷ তাঁদের ছবি দেখে অনুরাগীরা উচ্ছ্বসিত ৷ কিন্তু একটি ছবিতেও কেউ মাস্ক পরে ছিলেন না৷ ছবি তোলার জন্য মাস্ক খুলেছিলেন কিনা, সে কথাও উল্লেখ করেননি শ্রুতি ৷
advertisement
স্বর্ণেন্দুর সঙ্গে  শ্রুতির আলাপ বছর দুয়েক আগে, ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে ৷ এই ধারাবাহিক দিয়েই বিনোদন দুনিয়ায় বড় ভূমিকায় পদচারণা শ্রুতির ৷ তাঁর সঙ্গে স্বর্ণেন্দুর বয়সের ব্যবধান ১৪ বছর ৷ কিন্তু বয়স কখনও বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের প্রেমে ৷ সংবাদমাধ্যমে শ্রুতি জানিয়েছিলেন, স্বর্ণেন্দু তাঁকে প্রথমে বিশেষ পছন্দ করতেন না ৷ তাঁর মনে হত, শ্রুতি খুব দাম্ভিক ৷ পরে তিনি ধীরে ধীরে বুঝতে পেরেছেন শ্রুতি চুপচাপ, দাম্ভিক নন ৷
advertisement
advertisement
প্রেমের প্রস্তাব প্রথমে দিয়েছিলেন শ্রুতি নিজেই ৷ তবে স্বর্ণেন্দুর দিক থেকে সাড়া আসতে একটু সময় লেগেছিল ৷ প্রাথমিক আপত্তি ছিল শ্রুতির পরিবারে ৷ কিন্তু পরে সেখানেও হবু জামাই হিসেবে বরণ করে নেওয়া হয়েছে স্বর্ণেন্দুকে ৷ তবে আপাতত তাঁরা বিয়ে করছেন না ৷ কেরিয়ারকে সময় দিচ্ছেন দুজনেই ৷
তবে কাজের পাশাপাশি একে অপরে নিজেদের জন্যও বরাদ্দ রাখেন অনেকটা সময় ৷ স্পষ্টবক্তা শ্রুতি প্রেম নিয়েও সামাজিক মাধ্যমে প্রথম থেকেই কিছু গোপন রাখেননি ৷ নিত্যদিন ট্রোলিংয়ের উত্তর দেওয়া নায়িকার ফেসবুকে মাঝে মাঝেই স্পন্দিত হয় বসন্ত ৷ কাজ, বর্ণবিদ্বেষের মতো সামাজিক ব্যাধির সঙ্গে লড়াই করার পাশাপাশি প্রেমিকের সঙ্গে নিভৃত অবসর, জীবনে সামঞ্জস্য রক্ষা করতে পারেন ‘দেশের মাটি’ নোয়া, বলছে তাঁর প্রোফাইল-ই ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shruti Das: ফ্রেমবন্দি প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত, নোয়ার প্রোফাইল জুড়ে রবিবাসরীয় প্রেম
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement