Arijit Singh Birthday: ৩৭-এ পা অরিজিতের, বাংলার সোনার ছেলেকে জন্মদিনে প্রাণভরা শুভেচ্ছা শ্রেয়া ঘোষালের
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Arijit Singh Birthday: ৩৭-এ পা দিলেন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক হলেন অরিজিৎ সিং৷ সোশ্যাল মিডিয়ায় একরাশ প্রাণভরা শুভেচ্ছায় ভরিয়ে দিলেন স্বনামধন্য গায়িকা শ্রেয়া ঘোষাল৷
মুম্বই: ৩৭-এ পা দিলেন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক হলেন অরিজিৎ সিং৷ গতকাল ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একরাশ প্রাণভরা শুভেচ্ছায় ভরিয়ে দিলেন স্বনামধন্য গায়িকা শ্রেয়া ঘোষাল৷
সোশ্যাল মিডিয়ায় অরিজিতের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন শ্রেয়া ঘোষাল৷ যেখানে দেখা যাচ্ছে, সবুজ ব্লেজার, মাথায় ম্যাচিং পাগড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন অরিজিৎ সিং৷ পাশেই বেগুনি রঙের ল্যাহেঙ্গা পরে গায়ককে আগলে শ্রেয়া৷ দু’জনের মিষ্টি এই ছবি শেয়ার করে শ্রেয়া লেখেন- জন্মদিনের একরাশ শুভেচ্ছা সোনার হৃদয়ের মানুষকে৷ আপনি অনন্তকাল পর্যন্ত আপনার প্রাণময় কন্ঠে আমাদের সকলকে মুগ্ধ এবং মন্ত্রমুগ্ধ করে রাখুন, সঙ্গে একটি হলুদ ভালবাসার ইমোজি জুড়ে দিয়েছেন৷ ঝড়ের গতিতে এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
advertisement
advertisement
দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে বিরাট খ্যাতি অর্জন করেছেন বাংলার সোনার ছেলে৷ বলি থেকে টলি বর্তমানে দেশের প্লেব্যাক গায়কদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন অরিজিৎ সিং৷ নিজের প্রতিভার জেরেই এই জায়গা করে নিয়েছেন অরিজিৎ৷ দেশে-বিদেশে তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর৷ তাঁর খ্যাতি এখন বিশ্বজোড়া৷ তাকে একবার কাছ থেকে দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷
advertisement
অরিজিৎ সিং মানেই অনুরাগীদের মধ্যে টানটান উত্তেজনা৷ ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে অরিজিৎ সিং-এর। তবে ‘ফেম গুরুকুল’-এর ফাইনালে জায়গা করে উঠতে পারেননি তিনি৷ তারপর থেকেই শুরু হয়েছিল স্ট্রাগল৷ সবাইকে পিছনে ফেলে মিউজিক ইন্ডাস্ট্রিতে সফলতার সঙ্গে প্রথম সারিতে নিজের জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং৷ আট থেকে অষ্টাদশীর হৃদয়ে ঝড় তুলতে নামটাই যেন যথেষ্ঠ। যাকে বলিউডের সঙ্গীতের বাদশা বলে মানা হয়, তিনি হলেন অরিজিৎ সিং। বর্তমানে ভারতীয় মিউজিক ইন্ডাস্টির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং৷ তার গলার জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2024 7:28 PM IST