আদিত্যের সঙ্গে লুকিয়ে দেখা করলেন শ্রদ্ধা !
Last Updated:
‘আশিকি টু’ থেকে প্রেমের গুঞ্জনে নাম লিখিয়ে ছিলেন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর ৷
#মুম্বই: ‘আশিকি টু’ থেকে প্রেমের গুঞ্জনে নাম লিখিয়ে ছিলেন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর ৷ সেই ছবি থেকেই বলিউডের গসিপ পাড়ায় রোজই নতুন নতুন গল্প তৈরি হচ্ছিল এই জুটিকে নিয়ে ৷ সেই গুঞ্জন পাড়ায় এবার নতুন খবর, সম্প্রতি নাকি আদিত্যের বাড়িতে লুকিয়ে দেখা করেছেন শ্রদ্ধা ৷ শুধু তাই নয়, প্রায় চার ঘণ্টা আদিত্যর বাড়িতেই কাটিয়েছেন তিনি ৷ তবে অনেকে মনে করছেন এই গুঞ্জন একেবারেই শ্রদ্ধা-আদিত্য-র নতুন ছবি ‘ওকে জানু’র প্রমোশনকে উসকে দেওয়ার ঘটনা ৷ কারণ, এই মিলাপের ব্যাপারে আপাতত কিছুই বলতে চাননি আদিত্য-শ্রদ্ধা ৷