গোয়ার সৈকতে শ্রাবন্তীর কৃষ্ণলীলা !

Last Updated:

আপনি করলে বিলা, আর শ্রাবন্তী করলে কৃষ্ণলীলা ! থুড়ি কৃষ্ণভিরাজ লীলাটাই বলা শ্রেয় ৷

#কলকাতা: আপনি করলে বিলা, আর শ্রাবন্তী করলে কৃষ্ণলীলা ! থুড়ি কৃষ্ণভিরাজ লীলাটাই বলা শ্রেয় ৷ তা হঠাৎ শ্রাবন্তী কৃষ্ণলীলায় মাতলেন কেন? উত্তর একটাই বিয়ের পর মধুচন্দ্রিমা তো হতেই হবে ৷ আর বর্ষার হানিমুন যখন, তখন তো গোয়া তো একেবারে পারফেক্ট চয়েস ৷ হয়তো এরকমটাই ভাবনা চিন্তা নিয়ে নতুন বর সুপার মডেল কৃষ্ণভিরাজকে নিয়ে হানিমুনে রওনা দিয়েছেন টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তী ৷ আর সেই ছবিই ট্যুইটারে নিজেই শেয়ার করলেন শ্রাবন্তী ৷ সঙ্গে লিখলেন এটা মোটেই রামলীলা নয়, একেবারে কৃষ্ণলীলা !
জুলাই মাসের প্রথম দিকে সুপারমডেল কৃষ্ণভিরাজের সঙ্গে এনগেজমেন্টটা সেরে ফেলেছেন শ্রাবন্তী ৷ প্রায় এক বছর ধরে কৃষ্ণভিরাজের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন শ্রাবন্তী ৷ কাজের খাতিরে দু’জন ছিলেন দু-শহরে ৷ তাতে কী? প্রেম ছিল অটুট ৷ এমনকী, কৃষ্ণের প্রেমে পড়ে নিজের হাতে প্রেমিকের নামে ট্যাটুও করেছিলেন শ্রাবন্তী ৷ অন্যদিকে শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ওরফে ঝিনুকের সঙ্গে বেশ বন্ধুত্ব পাতিয়ে নিয়েছেন কৃষ্ণ ৷ পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে প্রেম করে বেশ অল্প বয়সেই বিয়ে হয়েছিল শ্রাবন্তীর ৷ রাজীবের হাত ধরেই টলিউডে একের পর এক ছবি ৷ টলিউডে মিষ্টি নায়িকার তকমাও পেয়েছেন শ্রাবন্তী ৷
advertisement
তবে কিছু বছর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় শ্রাবন্তীর ৷ তবে থেমে না থেকে নতুন করে জীবন শুরু করেন তিনি ৷ এই সময়ই আলাপ হয় কৃষ্ণভিরাজের সঙ্গে ৷ শেষমেশ প্রেমের সম্পর্ক থেকে এবার দাম্পত্য ৷
advertisement
তবে বিয়ের পর একেবারেই সিনেমা ছাড়ছেন না শ্রাবন্তী ৷ বরং শুরু করতে চান নতুন ইনিংস ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শ্রাবন্তীর পর পর দুটি ছবি ৷ ‘শেষ সংবাদ’ ও ‘শিকাড়ি’ ৷ তবে ছবি দুটো বক্স অফিসে সাফল্য পায়নি ৷
advertisement
ছবি সৌজন্যে: শ্রাবন্তীর ট্যুইটার
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
গোয়ার সৈকতে শ্রাবন্তীর কৃষ্ণলীলা !
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement