Shilpa Shetty's Viral Video: হাওয়ায় উড়ল শিল্পা শেট্টির পোশাক ! বোন শমিতার জন্মদিনে নায়িকার সঙ্গে ঘটল অঘটন...
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Shilpa Shetty's Viral Video: কী কাণ্ড ! রাজ কুন্দ্রাকে নিয়ে শিল্পা শেট্টি গিয়েছিলেন রেস্তোরাঁতে। আর সেখানেই ঘটে গেল অঘটন...
#মুম্বই: শিল্পা শেট্টি (Shilpa Shetty)। বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। 'বাজিগর' ছবিতে শাহরুখ খানের (Sharukh Khan) সঙ্গে অভিনয় দিয়েই বলিউডে পা রাখেন তিনি। তারপর একের পর এক ছবিতে দাপিয়ে অভিনয় করেন শিল্পা। অক্ষয় কুমার, গোবিন্দা থেকে শুরু শাহরুখ খান সকলের সঙ্গেই কাজ করেছেন তিনি। ৯০-এর দশকে 'চুরাকে দিল মেরা গড়িয়া চলি' -গানটি শুনলেই সকলের মনে ভেসে উঠত শিল্পার (Shilpa Shetty Viral Video) মুখ।
বলিউডে কাজ করেছেন বহু বছর। এখনও তিনি ছাড়েননি মাটি। রাজ কুন্দ্রাকে বিয়ে এবং দুই সন্তানের মা তিনি। সেই সঙ্গে চুটিয়ে করছেন কাজ। আজ তাঁর বোন শমিতা শেট্টির জন্মদিন(Shilpa Shetty Viral Video) । সেই উপলক্ষ্যেই স্বামী ও পরিবারের সকলকে নিয়ে রেস্তোরাঁতে যান নায়িকা। আর তাঁকে দেখতে পেয়েই ঘিরে ধরে পাপারাৎজিরা।
হালকা অরেঞ্জ ওয়েস্টার্ন ড্রেসে ধরা দেন শিল্পা(Shilpa Shetty Viral Video) । ক্যামেরার সামনে ছবি তুলতে গিয়েই ঘটে যায় বিপদ। শিল্পার পোশাক বিভ্রাট। সে সময় হাওয়া দিচ্ছিল। আর তাতেই উড়ে গেল শিল্পার পোশাক। কোনও মতে দু'হাতে শরীর ঢাকার চেষ্টা করলেন নায়িকা। তবে ততক্ষণে তাঁর পোশাক ওড়ার ভিডিও শেয়ার হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও শেয়ার হতেই হুহু করে ভাইরাল হয়।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, পর্ন ছবি তৈরির কেসে নাম জড়িয়ে ছিল শিল্পার(Shilpa Shetty Viral Video) স্বামী রাজ কুন্দ্রার। সে সময় দুই সন্তানকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিলেন শিল্পা। পর্ন ছবি বানানোর অভিযোগ ওঠে বোন শমিতার বিরুদ্ধেও। কিন্তু সে সব ঝামেলা পেরিয়ে ফের এক সঙ্গেই সুখে আছেন রাজ-শিল্পা। ওদিকে বহুদিন একা থাকার পর মনের মানুষ খুঁজে পেয়েছেন বোন শমিতা। রাকেশ বাপাতের সঙ্গে চলছে তাঁর জমাটি প্রেম। বিগবসের ঘরেই এই প্রেম দানা বাঁধে। তবে শিল্পার এই পোশাক বিভ্রাট এখন তুমুল চর্চায়। প্রসঙ্গত সংসার সামলেও শিল্পা কিন্তু বলিউডে কাজটাও দিব্যি করছেন। সম্প্রতি তিনি একটি রিয়ালিটি শোয়ের বিচারক। নতুন ছবির কাজও রয়েছে তাঁর হাতে। নায়িকাকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল 'হাঙ্গামা ২'তে কাজ করতে। পরেশ রাওয়ালের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন তিনি এই ছবিতে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2022 8:51 PM IST