#চণ্ডীগড়: অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পরে নিজেকে রুপোলি দুনিয়া থেকে সরিয়ে নিয়েছিলেন অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill)। সোশ্যাল মিডিয়াতেও সেভাবে তাঁকে দেখা যায়নি। কেবল তাঁর ছবি হঁসলা রাখ-এর প্রচারে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। অবশেষে সিদ্ধার্থের মৃত্যুর পরে প্রথম জনসমক্ষে এলেন শেহনাজ। অমৃতসরের পিঙ্গালওয়ারা এলাকার এক অনাথ আশ্রমে গেলেন পঞ্জাবের অভিনেত্রী।
সেই অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে গিয়ে খেলাধুলা করেন শেহনাজ (Shehnaaz Gill)। অভিনেত্রীকে এদিন একটি নীল রঙের ডেনিম প্যান্টের সঙ্গে ধূসর কোট পরেছিলেন। সঙ্গে ছিল চোখে চশমা। অনাথ আশ্রমে শেহনাজের এই ছবি সোশ্যালে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা তাঁকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন। একজন কমেন্ট করেছেন, "শেহনাজ তুমি খুবই বিনয়ী একজন মানুষ।" আর একজন লিখছেন, "আমার মনে আছে, সিদ্ধার্থকে তুমি বিগবসে বলেছিলে যে, জন্মদিনে এই শিশুদের সঙ্গে তুমি সময় কাটাও। তোমার জন্য গর্ব হয়।"
আরও পড়ুন- ক্যাটরিনার বিয়েতে আসছেন না সলমন! প্রাক্তন প্রেমিকার বিয়েতে না আসার আসল কারণ প্রকাশ্যে
View this post on Instagram
কিছুদিন আগে শেহনাজ গিলের (Shehnaaz Gill) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) মৃত্যুর পরে এই ছবির প্রচারেই ফের ক্যামেরার সামনে আসেন শেহনাজ। তখনই ছবি সম্পর্কে কথা বলতে বলতে হঠাৎই কান্নায় ভেঙে পড়েন শেহনাজ। পাশে বসে থাকা তাঁর সহ অভিনেতা দিলজিৎ সিং তখন শেহনাজকে সান্ত্বনা দেন। তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ কেঁদে ফেলেন তার কারণ পরিষ্কার নয়। যদিও নেটিজেনরা মনে করছেন, সিদ্ধার্থের কথা ভেবেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
আরও পড়ুন- প্রস্ততি চলছে জোরকদমে! বিয়ের কেনাকাটা করতে বেরোলেন ক্যাটরিনার মা
বিগবস ১৩-র সময় থেকে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্ক শেহনাজের। সেই সম্পর্ক থেকে যায় শোয়ের বাইরেও। যদিও প্রকাশ্যে নিজেদের ভালো বন্ধু বলেই তাঁরা পরিচয় দিতেন। বিগবসের ঘর থেকে শেহনাজ ও সিদ্ধার্থকে একসঙ্গে ভক্তরা সিদনাজ বলে ডাকতেন। দুজনের রসায়ন পছন্দ ছিল ভক্তদের। গত ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla)। এই ঘটনায় ভেঙে পড়েছিলেন শেহনাজ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shehnaaz Gill, Sidharth Shukla