#মুম্বই: জনপ্রিয় অভিনেত্রী শেফালি শাহের (Shefali Shah) নতুন ওয়েব সিরিজ হিউম্যান (Human) খুব শীঘ্রই দর্শকরা পর্দায় দেখতে পাবেন। মেডিক্যাল থ্রিলারে হিউম্যানে এক নিষিদ্ধ ওষুধের ব্যবহারকে কেন্দ্র করে অমানবিক আচরণ ও বহু মানুষের মৃত্যু নিয়ে গল্প ফাঁদা হয়েছে।
এক বৈঠকি আড্ডায়, শেফালি জানিয়েছেন যে, তিনি ওই সিরিজে এক নিউরো সার্জেনের ভূমিকায় অভিনয় করছেন, তাঁকে চিকিৎসা পদ্ধতি নিয়ে বেশ কিছুটা পড়াশোনাও করতে হয়েছে। সিরিজে তিনি এক নামী হাসপাতালের সার্জেনের চরিত্রে অভিনয় করবেন। অভিনয়ের সময় বিশেষ কিছু দৃশ্যের জন্য স্বয়ং এক সার্জেন নির্দেশ দিয়েছিলেন বলেও জানিয়েছেন শেফালি।
হিউম্যান সিরিজে শেফালির সঙ্গে রয়েছেন তার চলচ্চিত্র নির্মাতা-স্বামী বিপুল অমৃতলাল শাহ (Vipul Amrutlal Shah)। এই সিরিজ এক অর্থে উভয়ের রিইউনিয়ন। উভয়ে সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন ১৭ বছর আগে ওয়াক্ত (Waqt, ২০০৫) চলচ্চিত্রে, যার নির্দেশনায় ছিলেন বিপুল শাহ। শেফালি জানান, চিত্রনাট্য ও ভূমিকার কারণেই তিনি এই সিরিজে করতে রাজি হয়েছেন, অন্য কোনও কারণে নয়।
শেফালির কথায়, “বিপুল খুবই ধৈর্যশীল মানুষ। উনি আমার প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে চেষ্টা করেছেন। আমরা একে অপরের কাজকে ভীষণ সম্মান করি।"
হিউম্যান ওয়েবসিরিজ কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শেফালি শাহ ওরফে ডক্টর গৌরী নাথ এবং কীর্তি কুলহারি ওরফে ডা. সায়রা সাবারওয়াল। আগামী ১৪ জানুয়ারি ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হতে চলেছে এই ওয়েবসিরিজের৷ শেফালি জানিয়েছেন যে, তিনি খুশি যে এই শোয়ের নেতৃত্ব দিচ্ছেন দুই মহিলা।
আরও পড়ুন- পরীমনি-রাজের গায়ে হলুদ! আজই আনুষ্ঠানিক বিয়ে
গৌরী চরিত্রটি কীভাবে তাঁকে তাঁর কমফোর্ট অভিনয়ের জোন থেকে সম্পূর্ণরূপে বের করেছে তা নিয়ে খোলামেলা আলোচনার সময় শেফালি জানান, "গৌরীর ক্যারেক্টার কেবল আমার কাছেই নয়, আমি যাদের চিনি তাদের থেকেও অনেকটাই আলাদা।" কিন্তু দিল্লি ক্রাইমের ডিসিপি বর্তিকা চতুর্বেদীর (Vartika Chaturvedi) মতো একই নিঃশ্বাসে গৌরীর নাম হয় তো আমরা বলতে পারব না।
আরও পড়ুন- প্রিয়াঙ্কা-নিকের কোলে আসছে কন্যা সন্তান! আগেই ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী
এই সিরিজের অন্যান্য তারকারা হলেন মোহন আগাসে (Mohan Agashe), সীমা বিশ্বাস (Seema Biswas), আদিত্য শ্রীবাস্তব (Aditya Srivastava), বিশাল জেঠওয়া (Vishal Jethwa) এবং রাম কাপুর (Vishal Jethwa)। শেফালির কাছে এ হেন অভিনেতা সমৃদ্ধ সেটে থাকা এক কথায় শিক্ষণীয়। অভিনেত্রীর কথায় “আমি প্রতিদিন শিখি। হয় তো আমি সব জানি না। তবে আমি জানতে চাই, সবকিছু বুঝতে চাই।’
নারীকেন্দ্রিক গল্পে শেফালি যথেষ্ট দায়িত্ব নিয়েই শট দেওয়ার মঞ্চে নেমেছেন। এখন দেখা যাক এই ওয়েবসিরিজ দর্শকদের কাছে কতটা প্রশংসিত হবে!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shefali Shah