আত্মঘাতী হওয়ার আগে ১৫ মিনিট সিজানের সঙ্গে কী করছিলেন তুনিশা? বড় তথ্য ফাঁস সিসিটিভি ফুটেজে!

Last Updated:

Tunisha Sharma suicide case: এর আগেই তুনিশার মা সাংবাদিক সম্মেলনে বলেছেন, "আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। শেষ ১৫ মিনিটে যে কী হল জানি না। কে জানে আমার মেয়ের সঙ্গে কী করেছে সিজান!''

#মুম্বই: তুনিশা শর্মার মৃত্যুতদন্তে সমস্ত ধোঁয়াশার কারণ সেই ১৫ মিনিট। যখন প্রাক্তন প্রেমিক ও অভিনেতা সিজান খানের মেকআপ রুমে ছিলেন তুনিশা। কী করছিলেন তাঁরা? তাঁদের মধ্যে কী কথা হয়েছিল? বারবার জেরার পরেও পুলিশের কাছে খোলসা করেননি 'আলি বাবা: দাস্তান-এ-কাবুল' ধারাবাহিকের নায়ক।
আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন সিজান। তুনিশার মা বনিতা শর্মার অভিযোগ, তাঁর মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন এই অভিনেতা। তদন্ত চলছে পুরোদমে।
advertisement
সেই সময়েই মেকআপ রুমের সিসিটিভি ফুটেজে মিলল চাঞ্চল্যকর তথ্য! ওয়াশরুমে ঢোকার ১৫ মিনিট আগে প্রাক্তন প্রেমিকের সঙ্গে বিবাদ বাধে তুনিশার। কিন্তু কী কথা হচ্ছিল, তা স্পষ্ট হয়নি।
advertisement
ওয়ালিভ পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে সংবাদসংস্থা।
advertisement
এর আগেই তুনিশার মা সাংবাদিক সম্মেলনে বলেছেন, "আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। শেষ ১৫ মিনিটে যে কী হল জানি না। কে জানে আমার মেয়ের সঙ্গে কী করেছে সিজান! ওর মেকআপ রুমেই তো ছিল তুনিশা। যেদিন ওদের বিচ্ছেদ হয় (ঘটনার ১৫ দিন আগে) সেদিন আমার মেয়েকে সিজান থাপ্পড় মেরেছিল। খুব কেঁদে কেঁদে আমাকে বলেছিল সে কথা। জানিয়েছিল, সিজান ওকে এতদিন ব্যবহার করেছে। শুরু শুরুর দিকে মেয়ে বলেছিল যে সিজানকে ও পছন্দ করে।"
advertisement
গত শনিবার 'আলি বাবা: দাস্তান-এ-কবুল' ধারাবাহিকের মেকআপ রুম থেকে উদ্ধার হয়েছে ২০ বছরের তুনিশার নিথর দেহ। পুলিশ সূত্রে খবর, ওয়াশরুমে গিয়েছিলেন নায়িকা, তার পর অনেকক্ষণ না বেরোলে দরজা ভেঙে মেকআপ রুমে ঢোকা হয়। সেখানেই ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ মেলে। পুলিশের প্রাথমিক অনুমান, অভিনেত্রী আত্মঘাতী হয়েছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধ হওয়ার ফলেই মৃত্যু হয়েছে তুনিশার। তার পর থেকে মৃত্যুতদন্ত চলাকালীন বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আত্মঘাতী হওয়ার আগে ১৫ মিনিট সিজানের সঙ্গে কী করছিলেন তুনিশা? বড় তথ্য ফাঁস সিসিটিভি ফুটেজে!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement