‘শোলে’-র জয়ের চরিত্র হাতছাড়া; সেই আক্ষেপে আজও কালজয়ী ছবিটি দেখেননি এই অভিনেতা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Shatrughan Sinha Rejected These Films: শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন যে, ‘শোলে’ করার ক্ষেত্রে তাঁর জন্য বহু সময় অপেক্ষা করেছিলেন রমেশ সিপ্পি। কিন্তু নিজের ব্যস্ত শিডিউলের কারণে আর কালজয়ী ছবিতে অভিনয় করা হয়নি তাঁর।
মুম্বই: ভারতীয় হিন্দি ছবির ইতিহাসে কালজয়ী ছবির তকমা লাভ করেছে অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র অভিনীত ‘শোলে’। এই ছবির গল্প, প্রতিটি চরিত্র, সমস্ত গান এমনকী প্রতিটি সংলাপ আজও ভক্তদের মনে জীবন্ত হয়ে রয়েছে। আজকের দিনেও নতুন প্রজন্মের কাছে ‘শোলে’ একই রকম ভাবে গ্রহণযোগ্য। বারবার দেখলেও যেন পুরনো হয় না! আর সবথেকে বড় কথা হল, এই ছবির প্রাণ জয় এবং বীরু। আর এই দুই চরিত্রের জন্য অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র ছাড়া যেন অন্য কাউকে ভাবাই যায় না! কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে নিয়ে ‘শোলে’ বানাতে চেয়েছিলেন রমেশ সিপ্পি। সেই কথাই কিছু সময় আগে প্রকাশ্যে এনেছেন তিনি।
শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন যে, ‘শোলে’ করার ক্ষেত্রে তাঁর জন্য বহু সময় অপেক্ষা করেছিলেন রমেশ সিপ্পি। কিন্তু নিজের ব্যস্ত শিডিউলের কারণে আর কালজয়ী ছবিতে অভিনয় করা হয়নি তাঁর। এখানেই শেষ নয়, বর্ষীয়ান অভিনেতা আরও জানিয়েছেন যে, অমিতাভ বচ্চনের ‘দিওয়ার’ এবং মনোজ কুমারের ‘শোর’ ছবিতে বড়সড় চরিত্রে অভিনয়ের সুযোগ হাতছাড়া হয়েছিল। আর সেই কারণে আজ তাঁর অনুশোচনা হয়।
advertisement
advertisement
সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন বলেন, “শোলে-তে অমিতাভ বচ্চনের চরিত্রটির অফার প্রথমে আমার কাছে এসেছিল। রমেশ সিপ্পি নিজেই তাঁর বইয়ে এই কথা লিখেছেন। ওই ছবিটি করার জন্য আমি ডেট পাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলাম। কিন্তু সেই সময় আমি অনেক ছবি করছিলাম। আমি খুবই ব্যস্ত ছিলাম। আর রমেশজিও আমায় সঠিক ডেট বলতে পারেননি। আর উনি চেয়েছিলেন যে, ‘শোলে’-র জন্য আমি ডেট বলি, কিন্তু সেটা হয়নি। আমার মনে হয় যে, ওই ছবি আমার করা উচিত ছিল। কিন্তু আমি তা পারিনি। অমিতাভ বচ্চনের জন্য আমি অত্যন্ত খুশি। ‘শোলে’-র হাত ধরে বড় সুযোগ তাঁর কাছে এসেছে। আর তিনি জাতীয় আইকন হয়ে উঠেছেন।”
advertisement

তিনি আরও বলেন, “দিওয়ার ছবির অফারও আমার কাছে এসেছিল। কিন্তু আমি তা করতে পারিনি। এটাকে হিউম্যান এরর বলা যেতে পারে। কিন্তু অমিতাভের জন্য আমি আনন্দিত। কারণ উনি এই ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন। তবে আমার ওই ছবিগুলিতে কাজ করা উচিত ছিল, কিন্তু আমি তা করতে পারিনি। আর আজ পর্যন্ত ওই ছবিগুলি দেখিওনি, কারণ আমার সিদ্ধান্তের কারণে আক্ষেপ হয়।”
advertisement
এখানেই শেষ নয়, বর্ষীয়ান অভিনেতার কথায়, “মনোজ কুমারও আমায় ‘শোর’ ছবিতে কাস্ট করতে চেয়েছিলেন। বহু বার তিনি আমার বাড়িতে এসেছিলেন। চার মাসে তিনি ছবিটি বানাতে চেয়েছিলেন। আর আমি তাঁকে ৮ মাসের সময় দিয়েছিলাম। কিন্তু ছবিটি তৈরি হয়েছিল ১৬ মাসে। আমি ছবিটি করতে পারতাম। আমি কখনওই ওই ছবিগুলি দেখিনি।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
February 26, 2024 6:45 PM IST