শাহরুখ খানের বড়দিন ! ক্রীড়া প্রতিযোগিতায় ছোট ছেলের পদক জয়, সত্যি আজ তিনি রইস

Last Updated:

গর্বের মুহূর্ত শেয়ার করেছেন ট্যুইটারে, এ এক আলাদা তৃপ্তি

#মুম্বই: তিনিই বলিউডের কিং খান, বেতাজ বাদশা ৷ এমন এক শিল্পী যিনি শুধুমাত্র নিজের দক্ষতায় বলিউডের শীর্ষস্থানে পৌঁছেছেন ৷ মাধুরী, শ্রীদেবী, কাজল, ঐশ্বর্য, করিনা, ক্যাটরিনা, শিল্পা শেট্টি থেকে শুরু করে কে বানেই তাঁকর সঙ্গে কাজ করেছেন ৷ এমনকী বিগ বি অমিতাভ বচ্চনও সেই তালিকার বাইরে নন ৷
গর্বের মুহূর্ত ৷ ছোট ছেলে আব্রামের সঙ্গে বাবা শাহরুখ খান ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷ গর্বের মুহূর্ত ৷ ছোট ছেলে আব্রামের সঙ্গে বাবা শাহরুখ খান ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷
তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কিছুই বলার নেই ৷ নায়ক, কিছুটা নেগেটিভ চরিত্র, এমনকী সমতল চরিত্রে অভিনয় করে তিনি দেখিয়েছেন অভিনয়ের দক্ষতা কাকে বলে ৷ বর্ণময় কর্ম জীবনের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনও বেশ চর্চায় রয়েছে সমস্ত ভক্তদের কাছে স্ত্রী গৌরি খান ও তিন সন্তানকে নিয়ে শাহরুখের সোনার সংসার ৷ আরিয়ান ও সুহানা বেশ বড় হয়েছে গিয়েছে ৷ বিদেশে লেখাপড়া নিয়ে ব্যস্ত মেয়ে সুহান, আরিয়ানও আগামী দিনের তারকা ৷ এরই মাঝে পরম তৃপ্তি ছোট ছেলে আব্রারাম ক্রীড়া প্রতিযোগিতায় রুপো ও ব্রোঞ্জের পদক পেয়েছে, সেই ছবিই ট্যুইটারে শেয়ার করেছেন বলিউডের বাদশা তথা গর্বিত বাবা, শাহরুখ খান ৷ সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল হয়েছে ৷
advertisement
advertisement
বেশ কয়েক দশক ধরেই শাহরুখ খান মেগা হিট থেকে সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন ৷ প্রতিটি ছবি যখন দর্শকদের তুমুল ভালবাসা পেয়েছে তখন তাঁর খুব ভাল লেগেছে ৷ সেই ছবি সুপারহিট হওয়ার দিনগুলিকেও ছাপিয়ে গিয়েছে ৷ তুমুল গতিতে ভাইরাল হয়েছে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ৷ তিনি ট্যুইটারে ছবি সেয়ার করে লিখেছেন আজকে তিনি পৃথিবীর সব থেকে ধনী মানুষ তাঁর স্বর্ণ পদক (ছেলে আব্রাম) রুপো ও ব্রোঞ্জের পদক পেয়েছে ৷ কুর্নিশ জানিয়েছে সব মহল ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহরুখ খানের বড়দিন ! ক্রীড়া প্রতিযোগিতায় ছোট ছেলের পদক জয়, সত্যি আজ তিনি রইস
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement