শাহরুখ খানের বড়দিন ! ক্রীড়া প্রতিযোগিতায় ছোট ছেলের পদক জয়, সত্যি আজ তিনি রইস

Last Updated:

গর্বের মুহূর্ত শেয়ার করেছেন ট্যুইটারে, এ এক আলাদা তৃপ্তি

#মুম্বই: তিনিই বলিউডের কিং খান, বেতাজ বাদশা ৷ এমন এক শিল্পী যিনি শুধুমাত্র নিজের দক্ষতায় বলিউডের শীর্ষস্থানে পৌঁছেছেন ৷ মাধুরী, শ্রীদেবী, কাজল, ঐশ্বর্য, করিনা, ক্যাটরিনা, শিল্পা শেট্টি থেকে শুরু করে কে বানেই তাঁকর সঙ্গে কাজ করেছেন ৷ এমনকী বিগ বি অমিতাভ বচ্চনও সেই তালিকার বাইরে নন ৷
গর্বের মুহূর্ত ৷ ছোট ছেলে আব্রামের সঙ্গে বাবা শাহরুখ খান ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷ গর্বের মুহূর্ত ৷ ছোট ছেলে আব্রামের সঙ্গে বাবা শাহরুখ খান ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷
তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কিছুই বলার নেই ৷ নায়ক, কিছুটা নেগেটিভ চরিত্র, এমনকী সমতল চরিত্রে অভিনয় করে তিনি দেখিয়েছেন অভিনয়ের দক্ষতা কাকে বলে ৷ বর্ণময় কর্ম জীবনের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনও বেশ চর্চায় রয়েছে সমস্ত ভক্তদের কাছে স্ত্রী গৌরি খান ও তিন সন্তানকে নিয়ে শাহরুখের সোনার সংসার ৷ আরিয়ান ও সুহানা বেশ বড় হয়েছে গিয়েছে ৷ বিদেশে লেখাপড়া নিয়ে ব্যস্ত মেয়ে সুহান, আরিয়ানও আগামী দিনের তারকা ৷ এরই মাঝে পরম তৃপ্তি ছোট ছেলে আব্রারাম ক্রীড়া প্রতিযোগিতায় রুপো ও ব্রোঞ্জের পদক পেয়েছে, সেই ছবিই ট্যুইটারে শেয়ার করেছেন বলিউডের বাদশা তথা গর্বিত বাবা, শাহরুখ খান ৷ সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল হয়েছে ৷
advertisement
advertisement
বেশ কয়েক দশক ধরেই শাহরুখ খান মেগা হিট থেকে সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন ৷ প্রতিটি ছবি যখন দর্শকদের তুমুল ভালবাসা পেয়েছে তখন তাঁর খুব ভাল লেগেছে ৷ সেই ছবি সুপারহিট হওয়ার দিনগুলিকেও ছাপিয়ে গিয়েছে ৷ তুমুল গতিতে ভাইরাল হয়েছে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ৷ তিনি ট্যুইটারে ছবি সেয়ার করে লিখেছেন আজকে তিনি পৃথিবীর সব থেকে ধনী মানুষ তাঁর স্বর্ণ পদক (ছেলে আব্রাম) রুপো ও ব্রোঞ্জের পদক পেয়েছে ৷ কুর্নিশ জানিয়েছে সব মহল ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহরুখ খানের বড়দিন ! ক্রীড়া প্রতিযোগিতায় ছোট ছেলের পদক জয়, সত্যি আজ তিনি রইস
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement