Sharmila Tagore-Saif Ali Khan: ছেলে বিয়ে করে নিল? সইফের এই সিদ্ধান্তে হাউহাউ করে কান্না শর্মিলা ঠাকুরের! কারণ শুনে চমকে যাবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
সইফের বিয়ে থেকে বৌমা করিনার সঙ্গে শাশুড়ির সম্পর্ক, শর্মিলা ফাঁস করলেন বড় সত্যি।
‘কফি উইথ করন সিজন ৮’-এ এবারের অতিথি সইফ আলি খান এবং শর্মিলা ঠাকুর। পরিচালক করণ জোহরের সঙ্গে মন খুলে আড্ডা দিলেন মা-ছেলে। সইফের বিয়ে থেকে বৌমা করিনার সঙ্গে শাশুড়ির সম্পর্ক, শর্মিলা ফাঁস করলেন বড় সত্যি।
মাত্র ২০ বছর বয়সে নিজের চেয়ে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন সইফ আলি খান। কিন্তু এই বিয়ে সইফ করেছিলেন বাড়ির কাউকে না জানিয়েই। করণের শোতে এসে শর্মিলা জানালেন, সইফ বিয়ে করেছেন শুনে তিনি কেঁদে ফেলেছিলেন। ছেলের কাণ্ডে মোটেই অত্যন্ত কষ্ট পেয়েছিলেন মা শর্মিলা এবং বাবা টাইগার পতৌদি।
advertisement
advertisement
সইফের কথায়, ‘‘মা আমাকে বলেন, আমি জানতাম তুমি কারও সঙ্গে থাকছো, কিছু একটা করছো। আমি বললাম হ্যাঁ। শুনে মা বললেন, শুধু বিয়েটা কোরো না। আমি বললাম আমি কালকে বিয়ে করেছি। আমি দেখলাম মায়ের চোখ দিয়ে জল পড়ছে।’’
‘‘তুমি আমাকে প্রচণ্ড কষ্ট দিলে, কেন বলোনি আমাকে?’’, সইফের অমৃতাকে বিয়ের কথা শুনে কেঁদে একথাই বলেছিলেন শর্মিলা ঠাকুর। অবশ্য শর্মিলার এই রাগ বেশিদিন স্থায়ী হয়নি। অমৃতার সঙ্গে আলাপের পর বৌমা হিসেবে তাঁকে বেশ পছন্দ হয়েছিল শর্মিলার। প্রসঙ্গত, ছেলের প্রথম স্ত্রীর প্রশংসা করার পাশাপাশি, তাঁর বর্তমান স্ত্রী করিনারও ভূয়সী প্রশংসা করেন শর্মিলা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 28, 2023 4:37 PM IST